সদিচ্ছা নাকি বাধ্যতামূলক অবসর? নীরবতা ভেঙে টেস্ট নিয়ে বার্তা হিটম্যানের

Indian Cricket Team Former Captain Rohit Sharma opens up on Test Cricket Retirement

টেস্ট ক্রিকেট (Test Cricket) থেকে আনুষ্ঠানিক বিদায় নেওয়ার তিন মাস পর নিজের অবসরের নেপথ্য কারণ নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক (Indian Cricket Team) রোহিত শর্মা (Rohit Sharma)। তবে সরাসরি কিছু না বললেও, তাঁর বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলেছে, টেস্ট ফর্ম্যাটের মানসিক ও শারীরিক চাপই তাঁকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে কুড়ি-বিশের ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত, বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজা। এরপর ২০২৫ সালের মে মাসে রোহিত টেস্ট ক্রিকেট থেকেও সরে দাঁড়ান। তাঁর বদলে টেস্ট ক্যাপ্টেন্সি পান শুভমন গিল। বিরাট কোহলিও কিছুদিনের মধ্যেই টেস্ট থেকে অবসর নেন। তবে এই হঠাৎ বিদায় পর্ব নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে প্রশ্ন উঠেছিল তাদের অবসর কি স্বেচ্ছায়, নাকি তরুণদের জায়গা করে দিতে বাধ্য করা হয়েছিল তাঁদের?

   

এক স্পনসর সংস্থার ইভেন্টে রোহিত শর্মা বলেন, “টেস্ট ক্রিকেটের জন্য দীর্ঘস্থায়ী মনোযোগ ও মানসিক দৃঢ়তা প্রয়োজন। পাঁচ দিন খেলতে হয়, এই ফর্ম্যাট সব কিছু নিংড়ে নেয়। তাই সব সময় সতেজ থাকতে হয়, মানসিক ভাবে প্রস্তুত থাকতে হয়।”

তিনি আরও বলেন, “প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার শুরুতেই দু-দিনের, তিন-দিনের ম্যাচ খেলে এসেছি আমরা। সেই অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য প্রস্তুত করেছে।” তাঁর মতে, যে কোনও দীর্ঘ ফর্ম্যাটে সাফল্যের চাবিকাঠি প্রস্তুতি। ছোট বয়সে যখন খেলতে শুরু করেছিলেন, তখন ‘মজা’র জন্য খেলতেন, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বুঝেছেন, প্রস্তুতি ছাড়া ধারাবাহিক পারফরম্যান্স সম্ভব নয়।

তিনি স্পষ্টভাবে বলেননি যে টেস্ট থেকে অবসরের একমাত্র কারণ ছিল মানসিক ক্লান্তি, তবে তাঁর বক্তব্য থেকে এটা পরিষ্কার যে ফর্ম্যাটটি তাঁকে ভিতর থেকে ক্লান্ত করে তুলছিল। আর বয়স যখন ৩৮, তখন শরীর ও মন দুটোকেই সমান গুরুত্ব দিতে হয়।

এছাড়াও রোহিত টেস্ট ক্রিকেটকে এখনও গুরুত্ব দেন বলে জানান। তিনি বলেন, “এই ফর্ম্যাটই ক্রিকেটের সর্বোচ্চ স্তর। এর জন্য প্রয়োজন সবচেয়ে বেশি মনসংযোগ। মাঠে যা ঘটে, তার অনেক আগে থেকেই প্রস্তুতির প্রক্রিয়া শুরু হয়।”

তবে অবসরের পেছনে শুধু মানসিক ও শারীরিক চাপ নয়, ভবিষ্যতের দিকে তাকিয়েও হয়ত রোহিত এই সিদ্ধান্ত নিয়েছেন। অস্ট্রেলিয়ায় আসন্ন ওয়ান ডে সিরিজে তাঁকে আবার মাঠে দেখা যাবে বিরাট কোহলির সঙ্গে। দু’জনেরই নজর ২০২৭ সালের একদিনের বিশ্বকাপে।

Indian Cricket Team Former Captain Rohit Sharma opens up on Test Cricket Retirement

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleShiba Inu (SHIB) vs. Floki Inu (FLOKI): This Hotter Meme Coin Will Bring 10x Their Combined Returns in 2025
Next articleপাকিস্তানী-বাংলাদেশী চিহ্নিত? উচ্ছেদ অভিযানে চাঞ্চল্য অসমে
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।