হোম টেস্টে স্পিন-পেস দুইই গুরুত্বপূর্ণ! বড় ইঙ্গিত গিলের

ভারতের মাটিতে অধিনায়ক (Indian Cricket Team) হিসেবে প্রথম টেস্ট সিরিজ খেলতে নামছেন শুভমন গিল (Shubman Gill)। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ (West Indies), স্থান আহমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র…

Indian Cricket Team captain Shubman Gill home test match against West Indies in Ahmedabad

ভারতের মাটিতে অধিনায়ক (Indian Cricket Team) হিসেবে প্রথম টেস্ট সিরিজ খেলতে নামছেন শুভমন গিল (Shubman Gill)। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ (West Indies), স্থান আহমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়াম। তবে সিরিজ শুরুর আগেই সবচেয়ে বেশি চর্চার বিষয় হয়ে উঠেছে পিচ (India Cricket News)। এবার সেই বিতর্কে নিজেই জবাব দিলেন ভারত অধিনায়ক (Bengali Sports News)।

Advertisements

ম্যাচের আগের সাংবাদিক সম্মেলনে পিচ প্রসঙ্গে জানিয়ে দিলেন শুভমন গিল। তিনি বলেন, “আমি এমন উইকেটে খেলতে চাই, যেখানে ব্যাটার ও বোলার দু’পক্ষই ম্যাচে অবদান রাখতে পারে। ভারতে খেলতে এলে যে কোনও দল জানে, স্পিনারদের চ্যালেঞ্জ থাকবে। তবে রিভার্স সুইংও এখানে বড় ফ্যাক্টর।”

   

এদিকে, আহমেদাবাদের উইকেট ঘিরে তৈরি হয়েছে ভিন্ন জল্পনা। স্থানীয় সূত্রের খবর, পিচে কিছুটা ঘাস রয়েছে এবং সকালে আর্দ্রতা থাকবে বলেই ধারণা। ফলে ভারত হয়তো তিন পেসার নিয়ে নামতে পারে প্রথম টেস্টে। তবে গিল জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত ম্যাচের দিন সকালেই নেওয়া হবে। তাঁর কথায়, “কাল সকালে উইকেট দেখে সিদ্ধান্ত নেব। পরিবেশের উপর নির্ভর করে দল গঠন করা হবে।”

ভারতের টেস্ট স্কোয়াডে রয়েছেন জশপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল। তারা সদ্য সমাপ্ত এশিয়া কাপে খেলেছেন। ফলে ওয়ার্কলোড ইস্যু উঠছেই। তবে গিল জানান, মানসিক ভাবে তৈরি থাকাটাই বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “টেস্ট দলে জায়গা পেতে গেলে টেকনিক তো থাকতেই হবে। মানসিক দিকটা ম্যানেজ করাটাই আসল। আমি এখন সম্পূর্ণ ফিট এবং আত্মবিশ্বাসী।”

জশপ্রীত বুমরাহকে নিয়ে জল্পনা রয়েছে তিনি এই ম্যাচে খেলবেন কি না। গিল জানান, ‘বুমরাহর বোলিং ওয়ার্কলোড বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে। ইংল্যান্ড সফরে তিনি পাঁচ টেস্টের মধ্যে খেলেছেন মাত্র তিনটি। সেই অভিজ্ঞতাও মাথায় রাখা হচ্ছে’।

পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজকে হালকা ভাবে নিতে নারাজ শুভমন। তিনি বলেন, “আমরা দাপটের সঙ্গে সিরিজ জিততে চাই। সহজে হাল ছাড়ব না। ইংল্যান্ড সফরের মতো এখানেও টাফ ক্রিকেট হবে।”

Indian Cricket Team captain Shubman Gill home test match against West Indies in Ahmedabad