চোট-আঘাতে জর্জরিত ভারতীয় দল, ম্যাঞ্চেস্টারে বাজিমাত করবেন এই তরুণ!

ইংল্যান্ড (England) সফরে ভারতীয় পেস বিভাগ কার্যত ভেঙে পড়েছে চোট-আঘাতে। চতুর্থ টেস্টের আগে চূড়ান্ত সংকটের মুখে ভারতীয় দল (Indian Cricket Team)। সেই কারণেই সুযোগ এসে…

Indian Cricket Team bowler Anshul Kamboj like to debut in Test Cricket against England in Manchester Test

ইংল্যান্ড (England) সফরে ভারতীয় পেস বিভাগ কার্যত ভেঙে পড়েছে চোট-আঘাতে। চতুর্থ টেস্টের আগে চূড়ান্ত সংকটের মুখে ভারতীয় দল (Indian Cricket Team)। সেই কারণেই সুযোগ এসে গিয়েছে তরুণ পেসার অংশুল কম্বোজের (Anshul Kamboj) সামনে। সম্ভবত ম্যাঞ্চেস্টারে টেস্ট (Manchester Test) অভিষেক হতে চলেছে ২৪ বছর বয়সি বাঁহাতি পেসারের। ভাগ্য এবং পরিশ্রম মিলেই যেন তাকে তুলে আনল ভারতীয় টেস্ট স্কোয়াডে।

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। ভারতীয় দলের সামনে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ। এই গুরুত্বপূর্ণ চতুর্থ টেস্টেই দলে থাকছেন না একাধিক পেসার। চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন নীতীশ কুমার রেড্ডি। অর্শদীপ সিং খেলছেন না এই ম্যাচে। আকাশ দীপ এখনও সম্পূর্ণ ফিট নন বলে জানা গিয়েছি। এমন অবস্থায় বিকল্প খুঁজতে গিয়ে নির্বাচকদের নজরে পড়ে যান অংশুল।

   

মাত্র কয়েকদিন আগেই ভারতের ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুইটি আনঅফিশিয়াল টেস্টে অংশ নিয়েছেন অংশুল। সেখানে বল হাতে নিয়েছেন ৫ উইকেট, ব্যাট হাতেও একটি হাফ সেঞ্চুরি করেছেন। কিন্তু এতেও মূল স্কোয়াডে জায়গা হয়নি। তখন অনেকেই প্রশ্ন তুলেছিলেন, রঞ্জি ট্রফিতে এত ধারাবাহিক পারফরম্যান্সের পরেও কেন ব্রাত্য তিনি? তবে চোট-আঘাতই যেন নিয়ে এল তাঁর টেস্ট জার্সি পরে মাঠে নামার সুযোগ।

রঞ্জি ট্রফির ইতিহাসে অনন্য কীর্তি রয়েছে অংশুলের ঝুলিতে। গত সিজনে কেরলের বিরুদ্ধে এক ইনিংসে ১০টি উইকেটই নিয়েছিলেন তিনি। রনজির শতবর্ষের ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়েন তিনি। তাছাড়া আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে অভিজ্ঞতা রয়েছে তাঁর। বল ও ব্যাট দুই বিভাগেই নজর কাড়ার ক্ষমতা রাখেন তিনি। তাই অনেকের মতে, শুধু পরিস্থিতির চাপে নয়, নিজের প্রাপ্য হিসেবেই ভারতীয় দলে জায়গা করে নিচ্ছেন অংশুল।

টিম ইন্ডিয়ার বর্তমান পেস বিভাগের হাল বেশ চিন্তার। প্রসিদ্ধ কৃষ্ণ দুই টেস্টে একেবারেই হতাশ করেছেন। শার্দূল ঠাকুরও সেই পুরনো ধার ফিরে পাননি। বুমরাহকে এই ম্যাচে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা থাকলেও, দলের পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে, জানা গিয়েছে তাঁকে খেলাতে বাধ্য হচ্ছে টিম ম্যানেজমেন্ট। মহম্মদ সিরাজ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, বুমরাহ খেলবেন। স্বাভাবিকভাবেই প্রথম তিন পেসার হিসেবে থাকছেন বুমরাহ, সিরাজ ও অংশুল। শুভমন গিল, অধিনায়ক হিসেবে এই তরুণ বোলারের উপর আস্থা রাখছেন।

Advertisements

এই টেস্টটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হেরে গেলে সিরিজ হাতছাড়া হয়ে যাবে। এমন গুরুত্বপূর্ণ সময়ে ডেবিউ করাটা চ্যালেঞ্জ হলেও, অংশুলের জন্য এটি বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার সুবর্ণ সুযোগ। যেমনটা তিনি করে দেখিয়েছেন রঞ্জি ট্রফি এবং ‘এ’ দলে।

প্রাক্তন ক্রিকেটাররাও বলছেন, “অংশুল কম্বোজকে নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছে। ওর স্কিলসেট খুবই উন্নত। বাঁহাতি পেসার হওয়ায় ভ্যারিয়েশন আনবে। ম্যাচের পরিস্থিতি বুঝে বল করতে জানে। এখন দেখার, আন্তর্জাতিক মঞ্চে সেই আত্মবিশ্বাস বজায় রাখতে পারে কি না।”

সব কিছু মিলিয়ে, টিম ইন্ডিয়ার এই ম্যাচ শুধু সিরিজ নয়, ভবিষ্যতের জন্য নতুন প্রতিভা খোঁজারও মঞ্চ হতে পারে। অংশুল যদি এই সুযোগ কাজে লাগাতে পারেন, তবে ভারতীয় পেস আক্রমণে ভবিষ্যতের একটি নির্ভরযোগ্য অস্ত্র পেতে পারে ভারত। এখন শুধু অপেক্ষা, ম্যাঞ্চেস্টারের উইকেট কতটা সঙ্গ দেয় এই নবাগতকে।

Indian Cricket Team bowler Anshul Kamboj like to debut in Test Cricket against England in Manchester Test