ভারতীয় ক্রিকেটার (Indian Cricket Team) পৃথ্বী শ’র (Prithvi Shaw) বিরুদ্ধে শ্লীলতাহানির মামলায় নতুন মোড়। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার (social media influencer ) স্বপ্না গিলের (Sapna Gill) দায়ের করা মামলায় আদালতের নির্দেশ অমান্য করার দায়ে ১০০ টাকা জরিমানা (Fined Rs 100) করা হয়েছে এই ক্রিকেটারকে।
এশিয়ার মঞ্চে ভারতের সম্ভাব্য একাদশে নতুন মুখ! রইল শেষ মুহূর্তের আপডেট
২০২৩ সালে মুম্বইয়ে ঘটে যাওয়া এক হেনস্তার ঘটনার সূত্র ধরে পৃথ্বীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন স্বপ্না। ওই সময় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সেলফির আবেদনের পর বচসা হয় পৃথ্বী শ ও স্বপ্না গিলের মধ্যে। পৃথ্বীর বন্ধু আশিষ যাদবের গাড়ির কাঁচ ভাঙার দৃশ্যও উঠে আসে। অভিযোগ ওঠে, স্বপ্না ও তাঁর সহযোগীরা পৃথ্বীর উপর চড়াও হন। সেই অভিযোগে গ্রেফতার করা হয় স্বপ্না গিল সহ আরও কয়েকজনকে। তিনদিন পুলিশি হেফাজতে থাকার পর জামিনে মুক্তি পান স্বপ্না। পরে তিনি পাল্টা পৃথ্বীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন।
স্বপ্নার অভিযোগ ছিল, সেলফি না দেওয়ার কারণেই এই বিবাদ সৃষ্টি হয়নি। বরং, ফোন কেড়ে নেওয়া ও শারীরিকভাবে হেনস্তার চেষ্টা করেন পৃথ্বী শ। তিনি পুলিশের কাছে অভিযোগ জানালেও তখন কোনও এফআইআর দায়ের হয়নি। এরপর তিনি ২০২৪ সালের এপ্রিলে দিনদোশী দায়রা আদালতে একটি ফৌজদারি পুনর্বিবেচনার আবেদন জানান।
ভারত বনাম UAE নয়! এশিয়ার মঞ্চে গুরু-শিষ্যের লড়াই দেখবে ক্রিকেটবিশ্ব?
আদালত সরাসরি FIR করার নির্দেশ না দিয়ে পুলিশের প্রাথমিক তদন্তের নির্দেশ দেয়। সেই প্রেক্ষিতে পৃথ্বী শ’কে তার প্রতিক্রিয়া জানানোর জন্য আদালত নোটিশ পাঠায়। কিন্তু পৃথ্বী একাধিকবার সমন পাওয়ার পরেও কোনও জবাব দেননি বলে অভিযোগ করেন স্বপ্নার আইনজীবী আলি কাশিফ খান। তাঁর দাবি, “পৃথ্বী শ বারবার মামলার প্রক্রিয়া এড়িয়ে যাচ্ছেন। এটা তাঁর অভ্যাসে পরিণত হয়েছে।”
এই পরিস্থিতিতে আদালত পৃথ্বীকে ফের একবার উত্তর দেওয়ার সুযোগ দিলেও, তার সঙ্গে একটি প্রতীকী জরিমানা হিসেবে ১০০ টাকা ধার্য করেছে। আগামী শুনানির দিন ধার্য হয়েছে ১৬ ডিসেম্বর, ২০২৫।
Kalesh B/w Prithvi Shaw And Influencer Sapna Gill on Roadpic.twitter.com/QI88XpqHuX
— Ghar Ke Kalesh (@gharkekalesh) February 16, 2023
Indian Cricket Team Batter Prithvi Shaw Fined Rs 100 In Molestation Case Filed By social media influencer Sapna Gill