এক সময় ছাঁটাইয়ের মুখে দাঁড়িয়ে থাকা লোকেশ রাহুল (KL Rahul) এখন ভারতীয় টেস্ট ব্যাটিংয়ের (Indian Cricket Team) মূল স্তম্ভ। এক বছরের ব্যবধানে ‘বাতিল’ থেকে ‘ভরসা’ হয়ে উঠেছেন এই কর্নাটকি ব্যাটার (India Cricket News)। ইংল্যান্ড সফরের দুরন্ত পারফরম্যান্সের পরে, এবার দেশের মাটিতেও প্রমাণ করলেন নিজের শ্রেষ্ঠতা। আহমেদাবাদ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করে টেস্ট কেরিয়ারের ১১ নম্বর শতরানের স্বাদ পেলেন রাহুল (Bengali Sports News)।
রান তাড়া করতে নামা ভারতের শুরুটা ছিল নড়বড়ে। ওপেনার যশস্বী জয়সওয়াল এবং তিনে নামা সাই সুদর্শন দ্রুত ফিরে যান। এমন কঠিন পরিস্থিতিতে উইকেটে দাঁড়ান লোকেশ রাহুল। ধৈর্য ও সংযমের সঙ্গে খেলে এদিন মধ্যাহ্নভোজের আগেই সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ১৯০ বলের ইনিংসে ১২টি চারের সাহায্যে নিজের ইনিংস সাজান রাহুল। শতরানের পর বিশেষ সেলিব্রেশনে মেতে ওঠেন তিনি, আঙুল ঠোঁটে রেখে এবং সিটি বাজানোর ভঙ্গিতে উদ্যাপন করেন। ক্রিকেট মহলের মতে, এই সেলিব্রেশন সম্ভবত সদ্যোজাত কন্যাকে উৎসর্গ করে দেওয়া।
এই ইনিংস আরও বিশেষ কারণ ২০১৬ সালের পর দেশের মাটিতে এটি তাঁর প্রথম টেস্ট শতরান। শেষবার ২০১৬ ডিসেম্বরে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে করেছিলেন ১৯৯ রান। অর্থাৎ প্রায় ৯ বছর বা নির্দিষ্ট করে বললে ৩২১১ দিন পর দেশের মাঠিতে শতরান করলেন রাহুল।
২০২৪ সালে যখন জাতীয় দলের প্রথম একাদশ থেকে বাদ পড়েছিলেন, তখন অনেকেই ধরে নিয়েছিলেন, রাহুলের কেরিয়ার শেষ। সাদা বল হোক বা লাল, কোনও ফর্ম্যাটেই ধারাবাহিকতা ছিল না। আইপিএলেও পারফরম্যান্সে ভাটা, দল পরিচালনার সঙ্গেও দূরত্ব। সব মিলিয়ে এক অনিশ্চয়তার ঘেরাটোপে ছিলেন তিনি। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে, কঠোর পরিশ্রম করে নিজেকে প্রমাণ করেছেন।
চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে গুরুত্বপূর্ণ ইনিংস, তার পর ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টে ৫৩২ রান। এবার দেশের মাটিতেও সেই ফর্ম ধরে রেখে শতরান। সবশেষ ছয়টি টেস্টে রাহুলের এটি তৃতীয় সেঞ্চুরি।
এই মুহূর্তে ভারতীয় টেস্ট দলের অন্যতম ভরসার নাম রাহুল। ওপেনিং থেকে ছয় নম্বর পর্যন্ত ব্যাট করতে পারেন। প্রয়োজনে উইকেটরক্ষকের ভূমিকা সামলান। কোহলি, রোহিত, পন্থদের অনুপস্থিতিতে ভারতীয় দলে অভিজ্ঞতার অন্যতম মুখ হয়ে উঠেছেন তিনি।
আহমেদাবাদ টেস্টের প্রথম ইনিংসে রাহুলের শতরান শুধু রানের নিরিখেই নয়, মানসিক দৃঢ়তারও প্রতিফলন। চাপের মধ্যে কীভাবে নিজের খেলাকে আগলে রেখে বড় ইনিংস গড়ে তুলতে হয়, তা দেখিয়ে দিলেন তিনি। লাঞ্চের ঠিক পরেই জোমেল ওয়ারিকানের বলে আউট হলেও, তাঁর ইনিংস ভারতের স্কোরবোর্ডকে শক্ত ভিত দিয়েছে।
বর্তমানে তিনি শুধু ভারতের এক নম্বর টেস্ট ব্যাটারই নন, এক দিনের ক্রিকেটেও অন্যতম ভরসাযোগ্য উইকেটরক্ষক। আন্তর্জাতিক র্যাঙ্কিংয়েও ক্রমশ এগোচ্ছেন ধারাবাহিকতার জোরে। রাহুলের এই প্রত্যাবর্তন কেবল এক ব্যাটারের নয়, এক যোদ্ধার কাহিনি। যিনি হার মানতে জানেন না।
📸📸
A special knock calls for a special celebration 😍
Describe KL Rahul’s knock so far 👇
Updates ▶ https://t.co/MNXdZcelkD#TeamIndia | #INDvWI | @IDFCFIRSTBank | @klrahul pic.twitter.com/yX2OK3TVno
— BCCI (@BCCI) October 3, 2025
Indian Cricket Team batter KL Rahul test century against West Indies after 3211 days bacK in India