আন্তর্জাতিক যোগ দিবসে (International Day of Yoga) যোগাসন করার ছবি ও ভিডিও পোস্ট করলেন ক্রিকেট মহলের অনেকে। এই যেমন টুইটারে নিজের যোগব্যায়াম করার কিছু ছবি পোস্ট করে সচিন তেন্ডুলকর লেখেন, “মস্তিষ্ক এবং শরীরকে একসাথে কাজ করতে সাহায্য করে যোগ।”
এছাড়াও সুরেশ রায়না, প্রজ্ঞান ওঝা, বীরেন্দ্র সহবাগ এবং গৌতম গম্ভীর তাঁদের নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিজেদের যোগব্যায়ামের ছবি পোস্ট করেন।
প্রাণায়ম করার ভিডিও পোস্ট করেন টুইটারে। ট্রেনারের সাথে যোগব্যায়াম করার ভিডিও পোস্ট করেন সুরেশ রায়না ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রাম স্টোরিতে তেন্ডুলকরের মতো একই বার্তা দিলেন শিখর ধাওয়ান।
শিরশাসণ করার ছবি পোস্ট করেন বীরেন্দ্র সহবাগ, জানান আন্তর্জাতিক যোগ দিবসের শুভেচ্ছা। বৃক্ষাশনের ছবি পোস্ট করেন প্রজ্ঞান ওঝা। প্রতিবছরই ২১এ জুন বিশ্বজুড়ে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। ২০১৪ সালে এটির সূচনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।