দুই ভারতীয় ক্লাবের চিন্তার কারণ নাইজেরিয়ার জাতীয় দলে খেলা ফরোয়ার্ড

আজ থেকে শুরু হচ্ছে AFC কাপের গ্রুপ পর্বের অভিযান। গ্রুপ ডি এর চারটি দলই মাঠে নামবে এদিন সন্ধ্যায়। তার আগে বড় চমক দিল বাংলাদেশের বসুন্ধরা কিংস (Bashundhara Kings)।

Mfon Udoh of Bashundhara Kings

আজ থেকে শুরু হচ্ছে AFC কাপের গ্রুপ পর্বের অভিযান। গ্রুপ ডি এর চারটি দলই মাঠে নামবে এদিন সন্ধ্যায়। তার আগে বড় চমক দিল বাংলাদেশের বসুন্ধরা কিংস (Bashundhara Kings)। প্রতিপক্ষের ডিফেন্সে কাঁপুনি ধরাতে তারকা ফরোয়ার্ডকে দলে চূড়ান্ত করে নিল তারা।

Advertisements

বাংলাদেশের অন্যতম ধারাবাহিক দল বসুন্ধরা কিংস। ধারাবাহিকভাবে জিতেছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ। তাদের বিদেশি ব্রিগেড সমীহ জাগানো মতো। সে দেশে খেলা সেরা কয়েকজন বিদেশি ফুটবলার রয়েছেন স্কোয়াডে। এবার নাজেরিয়ার জাতীয় দলের হয়ে খেলা এবং গোল করা আক্রমণভাগের এক ফুটবলারকে তারা দলে নিশ্চিত করেছে বলে জানা গিয়েছে। ট্রান্সফার উইন্ডো খোলা থাকার সময়েই Mfon Udoh-কে বসুন্ধরা চূড়ান্ত করেছিল। পাকাপাকিভাবে জানা গিয়েছে একটু পরে।

Advertisements
   

Mfon Udoh বাংলাদেশ ফুটবল আঙিনায় পা রাখা মাত্রই নিজের জাত চিনিয়েছেন। শেষ রাসেলের হয়ে বেশ কিছু গোল রয়েছে তার নামের পাশে। শেষ রাসেল ক্রীড়াচক্র থেকে বসুন্ধরা কিংসে যোগ দিয়েছেন নাইজেরিয়ার ৩২ বছর বয়সী এই ফুটবলার। ফরোয়ার্ড ছাড়াও মাঠের একাধিক পজিশনে তিনি খেলতে পারেন। দলের প্রয়োজনে কেরিয়ারের বেশ কিছু ম্যাচে খেলেছেন রাইট উইং এবং লেফট উইংয়ে। নাইজেরিয়ান প্রিমিয়ার লীগের টপ স্কোরার হয়েছিলেন একবার।