বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে (World Boxing Championships) ভারতের পদকসংখ্যা ছুঁল চার। দেশের হয়ে চতুর্থ পদক নিশ্চিত করলেন প্রতিশ্রুতিশীল বক্সার মীনাক্ষী হুডা (Minakshi Hooda)। শুক্রবার লিভারপুলে অনুষ্ঠিত ৪৮ কেজি ওজন বিভাগের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের (England) অনূর্ধ্ব-১৯ বিশ্ব চ্যাম্পিয়ন (U-19 World Champion) অ্যালিস প্যামফ্রেকে (Alice Pumphrey) ৫-০ ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেন তিনি।
Washington Sundar : এশিয়া কাপে সুযোগ না পেয়ে ইংল্যান্ডে পাড়ি দিচ্ছেন তারকা ক্রিকেটার
মীনাক্ষীর অসাধারণ পারফরম্যান্সে ভারতের আশা আরও জোরদার হল এই প্রতিযোগিতায়। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন ভারতীয় বক্সার। দীর্ঘ হাতের সুফল কাজে লাগিয়ে পেছনের পায়ে খেলে দুর্দান্ত ব্যাকফুট পাঞ্চে প্রতিপক্ষকে চাপে রাখেন মীনাক্ষী। প্রথম রাউন্ডেই তাঁর দাপট স্পষ্ট হয়ে যায়, যেখানে তিনি একাধিক পরিষ্কার ও নিখুঁত ঘুঁষি মেরে পয়েন্ট বাড়াতে থাকেন।
দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ প্যামফ্রে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও, মীনাক্ষীর গতিশীলতা ও রিং কন্ট্রোলে বাধা হয়ে দাঁড়ায়। স্থানীয় সমর্থনের চাপে প্যামফ্রে আক্রমণাত্মক হলেও, ভারতীয় বক্সার ছিলেন আত্মবিশ্বাসী ও সংগঠিত। পুরো ম্যাচ জুড়েই তিনি নিয়ন্ত্রণে রেখে একতরফা লড়াইয়ে ৫-০ স্কোরলাইনে জয় ছিনিয়ে নেন।
AIFF to Super Cup : সুপার কাপ জিতলেই…! বড় সিদ্ধান্ত শোনাল ফেডারেশন
উল্লেখযোগ্যভাবে, ২০২২ সালের এশিয়ান গেমসে ৫২ কেজি বিভাগে রুপো জয় করেছিলেন মীনাক্ষী। সেই অভিজ্ঞতা ও ছন্দ তাঁর এই লড়াইয়ে বিশেষ ভূমিকা রেখেছে বলে মনে করছেন কোচিং স্টাফরা। এবার সেমিফাইনালে তাঁর মুখোমুখি হতে চলেছেন মঙ্গোলিয়ার অভিজ্ঞ বক্সার ও প্রাক্তন বিশ্ব ও এশিয়ান পদকজয়ী আলতানসেতসেগ লুতসাইখান। এই লড়াইও যে রুদ্ধশ্বাস হতে চলেছে, তা বলাই বাহুল্য।
এদিকে, মীনাক্ষীর পাশাপাশি ভারতের হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন আরও তিন বক্সার। জেসমিন ল্যাম্বোরিয়া (৫৭ কেজি), পূজা রানি (৮০ কেজি) এবং নূপুর শিওরান (+৮০ কেজি)। অর্থাৎ, মীনাক্ষীর হাত ধরেই ভারতের ঝুলিতে চতুর্থ পদক নিশ্চিত হল।
Nepal : “শিলিগুড়ি…!” নেপালের পরিস্থিতি নিয়ে একী বললেন ভাইচুং
অন্যদিকে, ৫০ কেজি বিভাগে লড়াইয়ে নামা জাদুমণি সিং দুর্দান্ত প্রতিরোধ গড়ে তুললেও হার মানেন ২০২৩ সালের বিশ্ব চ্যাম্পিয়ন কাজাখস্তানের সানঝার তাশকেনবায়ের কাছে। প্রথম দুই রাউন্ডে পিছিয়ে পড়লেও শেষ রাউন্ডে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন জাদুমণি। কিন্তু এক পয়েন্ট কাটা যাওয়ার কারণে ব্যবধান বাড়ে এবং শেষ পর্যন্ত ০-৪ ব্যবধানে হারতে হয় তাঁকে।
4th medal🏅secured for India🇮🇳
Talented boxer Minakshi powered past England’s🏴 Alice Pumphrey in women’s 48 Kg with a dominant 5️⃣:0️⃣ win to secure her spot in the semifinals and assure India its 4th medal at the World #Boxing Championships 2025 in Liverpool
Well done,… pic.twitter.com/hGwVc4Aurb
— SAI Media (@Media_SAI) September 12, 2025
Indian boxer Minakshi Hooda assured fourth medal of World Boxing Championships