রঞ্জি ট্রফিতে ফেরার সম্ভাবনা রয়েছে শামির

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সম্পদ তিনি। বলা হয়ে থাকে তাঁর বুটমার্ক থেকে ক্রিজ অবধি রান আপের মাঝে গোটা ভারতবর্ষ অবস্থান করে। গত বছর দেশের মাটিতে…

Indian bowler Md.shami will come back in Ranji Trophy

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সম্পদ তিনি। বলা হয়ে থাকে তাঁর বুটমার্ক থেকে ক্রিজ অবধি রান আপের মাঝে গোটা ভারতবর্ষ অবস্থান করে। গত বছর দেশের মাটিতে অনুষ্ঠিত হওয়া ওয়ানডে বিশ্বকাপে তাঁর পারফরম্যান্সের দরুন তাঁকে নিয়ে উত্তাল ছিল গোটা দেশ। এরপরই গোড়ালির অস্ত্রপ্রচার হওয়ার দরুন সরে দাড়ান সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চ থেকে।

হার্টে অস্ত্রোপচার যশ ধুলের, ফিট হয়ে মাঠে ফেরার অপেক্ষায় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক

   

তবে তাঁর ক্রিকেটের মঞ্চে প্রত্যাবর্তনের অপেক্ষায় মুখিয়ে রয়েছে পুরো দেশবাসী। বেশ কিছুদিন আগে নিজের টুইটার এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল এর মাধমে তিনি নিজের সুস্থ হয়ে ওঠা এবং নেট অনুশীলনের ভিডিও প্রকাশ করেছিলেন তিনি । এবার সিএবি প্রকাশিত ২০২৪-২৫ আসন্ন আসন্ন ঘরোয়া মরশুমের জন্য বাংলার ৩১ জনের প্রাথমিক স্কোয়াডে নাম মিলল মহম্মদ শামির। 

যেমন ড্রিবল তেমন শট, ভারতে চলে এলেন রয় কৃষ্ণার প্রাক্তন সতীর্থ

ভারতীয় দলের হয়ে আসন্ন নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া সফরে বোলিং করার আগে নিজেকে মেলে ধরার একটি বিশেষ সুযোগ পাচ্ছেন বাংলার এই স্পীডস্টার। একটি সুত্র মারফত জানা যাচ্ছে যে, ১১ ই অক্টোবর ইউপির বিরুদ্ধে উদ্বোধনী রঞ্জি ম্যাচ এবং ১৮ ই অক্টোবর বিহারের বিরুদ্ধে কলকাতায় অনুষ্ঠিত পরবর্তী রঞ্জি ম্যাচে তার খেলার সম্ভাবনা রয়েছে । আসন্ন ঘরোয়া মরশুমের জন্য ৩১ জনের যে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে সিএবি, তাতে দীর্ঘদিন পরে ফের বাংলার হয়ে একসঙ্গে মাঠে নামতে দেখা যেতে পারে ঋদ্ধিমান সাহা ও মহম্মদ শামিকে। তবে শুধু শামিই নয় প্রাথমিক স্কোয়াডে রয়েছেন শামির ভাই মহম্মদ কাইফও ।

সূর্যকুমারের ব্যাটে চার-ছয়, নিরাশ করলেন শ্রেয়স, সংকটে দল

গত বছর ওয়ান ডে বিশ্বকাপের পর থেকে চোটের জন্য মাঠের বাইরে রয়েছেন মহম্মদ শামি। গোড়ালির অস্ত্রোপচারের পরে তিনি মাঠে ফেরার তোড়জোড় করছেন। ইতিমধ্যে বেঙ্গলুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে তিনি অনুশীলন করতে শুরু করে দিয়েছেন। তবে বিভিন্ন সুত্র মারফত জানা যাচ্ছে যে নিজেকে দিলীপ ট্রফির জন্য প্রস্তুত করছিলেন শামি; তবে নির্বাচকরা তাড়াহুড়ো করে তাকে কোনরকম সুযোগ দিতে চাননি।

অস্ট্রেলিয়ার পাঁচ টেস্টের জন্য ভারতের তিন পেসার মহম্মদ শামি, মহম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরাহ কে অগ্রাধিকার দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে। শামি এখনও পর্যন্ত ৬৪ টি টেস্টে ২২৯ টি উইকেট নিয়েছেন এবং ছয়টি পাঁচ উইকেট শিকার করেছেন।