ইস্টবেঙ্গলে (East Bengal) সই করতে চলেছে ইন্ডিয়ান অ্যারোজের ডিফেন্ডার রাইট ব্যাকের ফুটবলার টঙ্কাধার বাগ (Tonkadhar Bagh)। একাধিক বছরের চুক্তিতে ক্লাবে আসছেন তিনি।
এমন তরুণ ফুটবলার নিয়ে নিজেদের আক্রমণ ভাগ মজবুত করতে চায় ইস্টবেঙ্গল। ইতিমধ্যে একাধিক ইন্ডিয়ান অ্যারোজের ফুটবলারকে দলে নিয়েছে এটিকে মোহনবাগান।তাই লাল হলুদ ব্রিগেড এখন চাইছে এবার কিছু উদীয়মান তরুণ ভারতীয় ফুটবলার কে দলে নিতে।ইতিমধ্যে এআইএফএফের তরফে ডিসব্যান্ডেড করে দেওয়া হয়েছে ইন্ডিয়ান অ্যারোজ প্রজেক্ট কে।তাই সেই দলের ফুটবলাররা ইন্ডিয়ান সুপার লিগ এবং আইলিগে নিজেদের ভাগ্য অন্বেষণ করতে যাচ্ছে।
অ্যাকাডেমি স্পোর্টস হোস্টেল ওড়িশার হয়ে সংশ্লিষ্ট ফুটবলার রাইট ব্যাক পজিশনে খেলে।ডিফেন্স পজিশন ছাড়া সেন্টার ব্যাক পজিশনে খেলেছিলেন তিনি।২০১৯-২০ ওড়িশা অ্যাকাডেমির থেকে ইন্ডিয়ান অ্যারোজে আসে এই ফুটবলার।ভালো খেলার সুবাদে ইন্ডিয়ান অ্যারোজের সিনিয়ার দলের হয়ে খেলার সুযোগ পান।এরপর থেকে দারুণ ফুটবল খেলেছিলেন তিনি।গতবছর সাফ চ্যাম্পিয়ানশিপের অনূর্ধ ২০ ভারতীয় দলের হয়ে খেলেছিলেন এই ফুটবলার।নেপালের বিরুদ্ধে ৮-০ গোলের জয় পাওয়ার ম্যাচে একটি গোল’ও করেছিলেন তিনি।