KKR ছাড়ার পরেই সেঞ্চুরি করলেন ভারতীয় অলরাউন্ডার

পাল্টা মার দিতে শুরু করেছে মুম্বই। রঞ্জি ট্রফির সেমিফাইনালে তারকাখচিত প্রতিপক্ষকে প্রায় বাগে এনে ফেলেছিল তামিলনাডু। কিন্তু না, লড়াই এখনও বাকি। পাল্টা মার দিতে শুরু…

shardul thakur

পাল্টা মার দিতে শুরু করেছে মুম্বই। রঞ্জি ট্রফির সেমিফাইনালে তারকাখচিত প্রতিপক্ষকে প্রায় বাগে এনে ফেলেছিল তামিলনাডু। কিন্তু না, লড়াই এখনও বাকি। পাল্টা মার দিতে শুরু করেছেন কলকাতা নাইট রাইডার্সের (KKR) প্রাক্তন ক্রিকেটার। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে খেলবেন চেন্নাই সুপার কিংসের হয়ে।

চলছে চলতি রঞ্জি ট্রফির সেমিফাইনাল। এক সঙ্গে দু’টি সেমিফাইনাল খেলা হচ্ছে। এক দিকে খেলা হচ্ছে বিদর্ভ বনাম মধ্যপ্রদেশ ম্যাচ, অন্য দিকে তামিলনাডু বনাম মুম্বাই। দুই ম্যাচই চলছে কাঁটায় কাঁটায়। তবে ইনিংসের শেষ মুহূর্তে রোমাঞ্চকর হয়ে উঠেছে মুম্বাইয়ের ম্যাচটি।

প্রথমে ব্যাট করে ১৪৬ রানে অলআউট হয়ে যায় তামিলনাডু। আধুনিক ক্রিকেটের নিরিখে এই রান কম হলেও সুবিধা করতে পারছে না মুম্বাই। রেকর্ড সংখ্যক রঞ্জি ট্রফি বিজেতা মুম্বাই ব্যাটিং সংকটের মুখোমুখি হয়। দলের ব্যাটিং অর্ডারে যখন ধস, তখন মাঠে নামেন শার্দুল ঠাকুর। লাইন আপের লোয়ার মিডল অর্ডারে নামেন তিনি।

ধৈর্য্য ধরলে এই উইকেটেও যে ব্যাট করা যায় সেটা দেখিয়ে দিয়েছেন মুম্বাইয়ের মুশির খান। ১৩১ বলে ৫৫ রানের ইনিংস। তামিলনাডুর হয়ে বিজয় শঙ্কর, ওয়াশিংটন সুন্দর খেলেছেন যথাক্রমে ৪৪ ও ৪৩ রানের ইনিংস। শার্দুল ঠাকুর শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করেন। রঞ্জি ক্রিকেটে যেন আচমকা রান উঠতে শুরু করে টি২০ ফরম্যাটের গতিতে। ১০৫ বলে ১০৯ রানের ইনিংস খেলেছেন তিনি। মেরেছেন ১৩ টি বাউন্ডারি, ৪ টি ওভার বাউন্ডারি। কুলদীপ সেনের বলে আউট হয়েছেন শার্দুল।