সুপার আটেও ভারতের ভরসা সেই বুমরা! জিতেও প্রশ্ন রয়ে গেল অনেক

৪৭ রানে আফগানদের পরাস্ত করল টিম ইন্ডিয়া। ব্যাটিং পিচেও নায়ক সেই বুমরা। গ্রুপ পর্বের তিন ম্যাচ নিউ ইয়র্কে খেলেছেন ভারত। ব্যাটাররা প্রবল সমস্যায় পড়েছিলেন। পেসাররা…

t20 world cup

৪৭ রানে আফগানদের পরাস্ত করল টিম ইন্ডিয়া। ব্যাটিং পিচেও নায়ক সেই বুমরা। গ্রুপ পর্বের তিন ম্যাচ নিউ ইয়র্কে খেলেছেন ভারত। ব্যাটাররা প্রবল সমস্যায় পড়েছিলেন। পেসাররা দুর্দান্ত পারফর্ম করেছেন। তবে জসপ্রীত বুমরার মতো পেসারের জন্য যে পিচ, পরিস্থিতি আলাদা কোনও গুরুত্ব রাখে না, আরও একবার প্রমাণ করে দিলেন। নিউ ইয়র্কে প্রথম দু-ম্যাচেই সেরার পুরস্কার জিতে নিয়েছিলেন। সেখানে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স যেন প্রত্যাশিত ছিল। বার্বাডোজেও দুর্দান্ত পারফর্ম করলেন তিনি।

তবে এই জয়ের মাঝেও প্রশ্ন থেকে যাচ্ছে ভারতের উপরের সারির ব্যাটিং প্যারফমেন্স নিয়ে। রোহিত এবং কোহলির ব্যাটিং আবার প্রশ্ন চিহ্নের সম্মুখীন করেছে। ভারতের শুরুটা ভালো হলেও বড় রান আসেনি রোহিত, বিরাটের ব্যাটে। পার্থক্য গড়ে দেয় সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত জুটি। ৩৭ বলে ৬০ রান যোগ করে এই জুটি। তবে পার্থক্য গড়ে দেন বুমরা। পাওয়ার প্লে-তে প্রথম স্পেলে ২ ওভারে মাত্র ৫ রান দিয়ে ২ উইকেট নেন বুমরা। ১৬তম ওভারে দ্বিতীয় বলেই উইকেট বুমরার। এই ওভারে ২ রান দিয়ে ১ উইকেট। স্পেলের শেষ ওভারে মেডেন। সব মিলিয়ে তাঁর বোলিং পরিসংখ্যান ৪-১-৭-৩।

   

এইদিন ম্যাচ শেষেব্যাটারদের পাশাপাশি দলের বোলারদের প্রশংসাও শোনা গিয়েছে রোহিতের মুখে। বিশেষ করে যশপ্রীত বুমরার কথা বলেছেন তিনি। রোহিত বলেন, “আমার বিশ্বাস ছিল যে বোলারেরা দলকে জেতাবে। বুমরা আমাদের সম্পদ। ওকে যখনই বল দিই, ও উইকেট নেয়। বুমরা দায়িত্ব নিতে ভালবাসে। তাই ওকে বুদ্ধি করে ব্যবহার করতে হয়। সেই কাজটাই এই ম্যাচে করার চেষ্টা করেছি।”