Badminton : এশিয়া টিম চ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত করল ভারত

pv sindhu

মালয়েশিয়ায় ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপে (Badminton Asia Team Championship) ভারতীয় (Team India) মহিলা শাটলাররা দুর্দান্ত প্রদর্শন করেছিলেন। কোয়ার্টার ফাইনালে হংকংকে হারানো শাটলাররা সেমিফাইনালেও সমানে লড়াই দিয়েছিলেন। এই নিয়ে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে খেলে ইতিহাস গড়ল টিম ইন্ডিয়ার মহিলা দল। এবার অন্তত রুপোর পদক আসবে। 

শনিবারের সেমিফাইনালে তরুণ অস্মিতা চালিহা এবং আনমোল খারব (Anmol Kharb)  দুর্দান্ত ম্যাচ উপহার দিয়েছেন। জাপানি খেলোয়াড়দের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় পেয়েছেন তাঁরা। সেই সঙ্গে প্রথমবার এশিয়ান টিম চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল ভারত।

   

সিঙ্গলসে অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু (PV Sindhu) সিঙ্গলসে জিততে পারেননি। জাপানি খেলোয়াড় আয়া ওহোরির বিরুদ্ধে সিন্ধুর রেকর্ড ১৩-২১, ২০-২২ ব্যবধান। তবে ডাবলসে গায়ত্রী গোপীচাঁদ ও জোলি ট্রেসা জিতে ফাইনালে পৌঁছে দেয় টিম ইন্ডিয়াকে।

গ্রুপ পর্বে চীনের শক্তিশালী দলকে হারানোর পর শুক্রবার কোয়ার্টারে হংকংকে ৩-০ পয়েন্টে হারিয়েছেন ভারতীয় শাটলাররা। অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু, অস্মিতা চালিহা ও ডাবলস খেলোয়াড় অশ্বিনী পোনাপ্পা এবং তানিশা ক্রাস্টো ভারতের পদক জয়ের পথ সুগম করেছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন