India Vs Srilanka: দুরন্ত সেঞ্চুরি, সূর্যের তেজে ছারখার লঙ্কা, জয় ৯১ রানে

India wins srilanka

আগের ম্যাচে পাঁচটা নো বল করা অর্শদীপের বোলিং ফিগার আজ – ২.৪-২০-৩. এভাবেই কামব্যাক করতে হয়। তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে (srilanka) ৯১ রানে হারাল ভারত (India)। একই সঙ্গে টি-২০ আন্তর্জাতিক সিরিজ ২-১ জিতে নিল। ২২৮ রানের বদলে লঙ্কা অল আউট হয় ১৩৭ রানে।

তবে এদিন শ্রীলংকার বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ম্যাচে আন্তর্জাতিক টি-২০ ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করলেন সূর্য কুমার যাদব। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ইতিহাসে সবথেকে বেশি সেঞ্চুরি রোহিত শর্মার ৪, সূর্য কুমার যাদব-৩।

   

এদিকে কিছু ক্রিকেট বিশেষজ্ঞ মনে করছেন, ‘শুভমন গিলকে অনেকেই কোহলির উত্তরসূরি মনে করেন। সেসব অনেক দূরের ব্যাপার। কিন্তু, একটা অন্য কারণে, আজকে গিলের ইনিংস দেখে কোহলিকেই মনে পড়ছিল। ঢিমেতালে শুরু, তারপর ৩০ বলে স্ট্রাইক রেট ১২০-এর কাছাকাছি। আগ্রহী ছিলাম, এরপর বিরাটোচিত এক্সিলারেশন ঘটে কিনা।

অর্থাৎ পরের ১৫ বলে ৪০ আসে কিনা। ঘটল না। মনে হলও না, সেটা আজকে না হলেও, এখনই, অন্য কোনোদিনও গিলের পক্ষে সম্ভব। এবং প্রশ্ন, কোনোদিন সম্ভব হলেও বিরাটোচিত এক্সিলারেশন আদৌ কি আর বর্তমান টি ২০-তে চলবে? সম্ভবত না। ওভাবে খেলার দিন আর নেই। তাই, যতই প্রতিভাবান হোন গিল, অন্তত টি ২০- তে কোহলির উত্তরসূরি হলেও, তাই টি২০ আন্তর্জাতিক টিমে তাঁর কোনো জায়গা আছে কিনা সন্দেহ। ত্রিপাঠী, রুতুরাজ বা শ, অনেক ভালো অপশন।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন