India vs West Indies: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে জিতল টিম ইন্ডিয়া

Team India won against West Indies

তিন ম্যাচের ওডিআই (India vs West Indies) সিরিজ আগেই জিতে নিয়েছিল রোহিত শর্মার ভারত। বুধবার তিন ম্যাচের টি২০ সিরিজের প্রথম ম্যাচ ইডেন গার্ডেনে রোহিত শর্মার ভারত জিতল ৬ উইকেটে। সিরিজে আপাতত ১-০ এগিয়ে গেল ভারত।

Advertisements

পিচ বিতর্কে জল গড়ানোর পর টসে জিতে ভারত বোলিংর সিদ্ধান্ত নেয়। ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে তোলে ১৫৭ রান, ৭ উইকেটের বিনিময়।
ক্যারিবিয়ানদের হয়ে কাইল মায়ার্স ৩১,নিকোলাস পুরান ৬১,কাইরন পোলার্ড২৪ রানে নট আউট থাকে। ভারতের হয়ে হর্ষল প্যাটেল ও রবি বিষ্ণোই দুটি করে এবং ভুবনেশ্বর কুমার, দীপক চাহাল,যুজবেন্দ্র চাহাল ১ টি করে উইকেট নিয়েছে।

   

জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক রোহিত শর্মা ১৯ বলে ৪০ রানের ঝড়ো ব্যাটিং করে ক্যারিবিয়ান বোলারদের বিরুদ্ধে। ইশান কিশান ৪২ বলে ৪৫,বিরাট কোহলি ১৩ বলে ১৭, ঋষভ পন্থ ৮ বলে ৮ রান করে আউট হয়ে যায়।

Advertisements

এরপর সূর্যকুমার যাদব এবং ভেঙ্কটেশ আইয়ার জুটি ২২ গজ শাসন করে। সূর্যকুমার যাদব ১৮ বলে ৩৪ এবং আইয়ার ১৩ বলে ২৪ রানে অপরাজিত থেকে ম্যাচ ক্যারিবিয়ানদের হাত থেকে ছিনিয়ে আনে এবং টিমকে তিন ম্যাচের সিরিজে প্রথম জয় এনে দেয়।১৮.৫ ওভারে ভারত জয়ের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলে ৪ উইকেট হারিয়ে, ১৬২ রান তুলে। ভারতের ‘তরুণ তুর্কিদের’ ক্রিকেটের নন্দনকাননে বেপরোয়া আস্ফালনে ছাড়খার ক্যারিবিয়ানরা। এমন বেপরোয়া মেজাজ বজায় রাখলে টি২০ সিরিজের ভাগ্য টিম ইন্ডিয়ার ঝুলিতে গিয়ে উপচে পড়বে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের সামগ্রিক পারফরম্যান্স এমনই ইঙ্গিত তুলে ধরছে।