উড়ন্ত ক্যাচে ঝলসে উঠলেন নীতিশ! তৃতীয় দিনেই বাজিমাত ভারতের

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Ahmedabad Test) প্রথম টেস্টে মাত্র তৃতীয় দিনেই ইনিংস জয়ের মুখে দাঁড়িয়ে ভারতীয় দল (Indian Cricket Team) । তিন দিনের মধ্যেই ম্যাচের মোড়…

India vs West Indies in Ahmedabad Test Nitish Kumar Reddy grabs flying catch viral on Social Media

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Ahmedabad Test) প্রথম টেস্টে মাত্র তৃতীয় দিনেই ইনিংস জয়ের মুখে দাঁড়িয়ে ভারতীয় দল (Indian Cricket Team) । তিন দিনের মধ্যেই ম্যাচের মোড় ঘুরিয়ে একপ্রকার একপেশে লড়াইয়ে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকে (India vs West Indies)কোণঠাসা করে দিয়েছে শুভমান গিলের নেতৃত্বাধীন ভারত (Nitish Kumar Reddy)।

Advertisements

এই অবস্থায় ভারতের জয় যেন সময়ের অপেক্ষা মাত্র। একদিকে ব্যাটে-বলে দাপট, অন্যদিকে ফিল্ডিংয়েও নজর কাড়ছেন তরুণ অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি। ব্যাট হাতে সুযোগ না পেলেও ফিল্ডিংয়ে তিনি হয়ে উঠেছেন দলের অন্যতম নায়ক। তেজনারাইন চন্দ্রপলকে আউট করতে নীতিশের নেওয়া দুরন্ত ক্যাচ এখন ভাইরাল সামাজিক মাধ্যমে (India Cricket News)।

   

অষ্টম ওভারের দ্বিতীয় বলে মহম্মদ সিরাজের একটি শর্ট বল পুল করতে গিয়ে স্কোয়ার লেগে বল পাঠান চন্দ্রপল। সেখানেই দাঁড়িয়ে ছিলেন নীতিশ রেড্ডি। চোখের পলক ফেলার আগেই বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে বল তালুবন্দি করেন তিনি। এই ক্যাচ দেখে প্রাক্তন দক্ষিণ আফ্রিকান ফিল্ডিং কিংবদন্তি জন্টি রোডসের স্মৃতি উসকে উঠেছে ক্রিকেটপ্রেমীদের মনে। এমন ক্যাচ ফিল্ডিংয়ের আদর্শ উদাহরণ হয়ে থাকবে।

শুধুমাত্র একটি ক্যাচ নয়, পুরো দিনজুড়ে দুর্দান্ত ফিল্ডিং করেছেন ২২ বছরের এই তরুণ অলরাউন্ডার। স্কোয়ার লেগ, মিড উইকেট কিংবা পয়েন্ট যেখানেই ছিলেন, বল যেন তাঁর আশপাশ দিয়ে বেরোতে পারছিল না। একাধিক বাউন্ডারি আটকানো ছাড়াও সরাসরি থ্রো-তে একবার স্টাম্প ভেঙে দিয়েছেন। প্রতিপক্ষ ব্যাটারদের ওপর চাপ তৈরি করতে তাঁর ভূমিকা অনস্বীকার্য।

ম্যাচের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১৬২ রানে অলআউট হয়। জবাবে দ্বিতীয় দিনের শেষে ভারত তোলে ৫ উইকেটে ৪৪৮ রান। শতরান করেন কেএল রাহুল, ধ্রুব জুরেল ও রবীন্দ্র জাদেজা। এরপর তৃতীয় দিনের শুরুতেই ইনিংস ডিক্লেয়ার করেন শুভমন গিল। ব্যাটিং ছেড়ে এবার স্পিন জাদুতে মাতিয়ে দেন ‘স্যর’ রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় ইনিংসে তিনি ইতিমধ্যেই তুলে নিয়েছেন চারটি মূল্যবান উইকেট।

তবে ভারতের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো ছবি। যেখানে অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে তরুণদের পারফরম্যান্স দলের জয়ে বড় অবদান রাখছে। এই ম্যাচে সেই দৃষ্টান্তই স্থাপন করলেন নীতীশ কুমার রেড্ডি। সীমিত সুযোগে নিজের সেরাটা দিয়ে প্রমাণ করলেন, তিনি ভবিষ্যতের বড় সম্পদ।

সবমিলিয়ে, ভারতের একতরফা দাপটে প্রথম টেস্ট গড়াচ্ছে ইনিংস জয়ের পথে। আর এই জয়ের পেছনে ব্যাট-বল ছাড়াও ফিল্ডিং যে কতটা বড় ভূমিকা রাখতে পারে, তা আরও একবার প্রমাণ করে দিলেন উড়ন্ত রেড্ডি।

India vs West Indies in Ahmedabad Test Nitish Kumar Reddy grabs flying catch viral on Social Media