৩৬৮ দিনের অপেক্ষার পর গিলের নেতৃত্বে জোরালো কামব্যাক ‘নতুন ভারতের’

আড়াই দিন! তাতেই খেলা শেষ (Ahmedabad Test)। এক সময়ের বিশ্ব কাঁপানো ক্যারিবিয়ানরা এখন ভারতের (India) কাছে কার্যত ‘লিলিপুট’। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট…

India vs West Indies in Ahmedabad Test Indian Cricketer dominate win in 3 days

আড়াই দিন! তাতেই খেলা শেষ (Ahmedabad Test)। এক সময়ের বিশ্ব কাঁপানো ক্যারিবিয়ানরা এখন ভারতের (India) কাছে কার্যত ‘লিলিপুট’। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) ইনিংস ও ১৪০ রানে হারিয়ে ১-০ ফলে এগিয়ে গেল ভারত (India Cricket News)। আর এই ম্যাচ দিয়েই ঘরের মাঠে অধিনায়ক হিসেবে শুভ সূচনা করলেন শুভমন গিল (Shubman Gill)।

Advertisements

ভারতের এই জয় কেবল একতরফা নয়, ছিল দাপুটে এবং নিয়ন্ত্রিত। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় মাত্র ১৬২ রানে। সেই জবাবে ভারতের ব্যাটিং ছিল নিখুঁত। লোকেশ রাহুল (১০০), ধ্রুব জুরেল (১২৫) এবং রবীন্দ্র জাডেজার (১০৪) শতরানে ভর করে ৫ উইকেটে ৪৪৮ রান করে ইনিংস ডিক্লেয়ার করেন গিল। এতে ভারত এগিয়ে যায় ২৮৬ রানে।

   

তৃতীয় দিনে পিচের চরিত্র শুরু থেকেই স্পিন সহায়ক হলেও প্রথম দুই দিন পেসাররাই মূল চরিত্র ছিলেন। দ্বিতীয় ইনিংসে স্পিনের দাপটে আর দাঁড়াতেই পারল না ক্যারিবিয়ানরা। মাত্র ১৪৬ রানেই অলআউট হয়ে যায় তারা। জাডেজা একাই তুলে নেন ৪ উইকেট, সিরাজ ৩টি এবং কুলদীপ-সুন্দর নেন বাকি উইকেটগুলো।

তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের আগেই ক্যারিবিয়ানদের ইনিংস বিপর্যস্ত হয়ে যায়। লাঞ্চের সময় পর্যন্ত তাদের স্কোর ৫ উইকেটে ৬৬। এরপর অ্যালিক অ্যাথানাজ (৩৮) ও জাস্টিন গ্রিভস (২৫) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু ওয়াশিংটন সুন্দর এবং সিরাজের দাপটে সেই প্রতিরোধও ভেঙে পড়ে।

এই ম্যাচে ভারতের মাঠ ও বল দুটোই ছিল সহায়ক। ম্যাচের প্রথম দিন গড়ে বল ঘুরেছে ২.৪ ডিগ্রি, দ্বিতীয় দিন তা বেড়ে দাঁড়ায় ৩.৪ ডিগ্রিতে। তৃতীয় দিনে সেই ঘূর্ণি আরও বেড়ে ৩.৯ ডিগ্রিতে পৌঁছায়। সঙ্গে ছিল অসমান বাউন্স। এই দুই চ্যালেঞ্জেই বারবার হোঁচট খেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা।

সবচেয়ে বড় আকর্ষণ ছিল ভারতের ফিল্ডিং। বিশেষ করে নীতীশ কুমার রেড্ডির স্কোয়ার লেগে ধরা এক হাতের ক্যাচটি হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ার হট টপিক। সিরাজের বলে তেজনারাইন চন্দ্রপালকে ফিরিয়ে ভারতের জয়ের ভিত আরও মজবুত করেন তিনি।

বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও সমান সফল ছিল ভারত। রাহুল, জুরেল ও জাডেজার শতরান প্রমাণ করে দেয়। দল কেবল প্রতিভাবান নয়, ধৈর্যশীল এবং পরিকল্পনামাফিক খেলতে জানে।

ঘরের মাঠে ভারতের শেষ টেস্ট জয় এসেছিল ৩৬৮ দিন আগে। এরপর নিউজিল্যান্ডের কাছে হারের লজ্জা, অস্ট্রেলিয়া সফরের হতাশা সব মিলিয়ে প্রয়োজন ছিল একটি দাপুটে প্রত্যাবর্তনের। ইংল্যান্ডের বিরুদ্ধে বিদেশে সিরিজ ড্র করার পর এবার ঘরের মাঠে জয়ের মাধ্যমে ‘নতুন ভারতের’ যাত্রা আরও জোরালোভাবে শুরু হল।

দুই ম্যাচের সিরিজে ভারত এখন ১-০ ব্যবধানে এগিয়ে। দ্বিতীয় টেস্টে ভারতের লক্ষ্য হবে সিরিজে হোয়াইটওয়াশ নিশ্চিত করা। আর ওয়েস্ট ইন্ডিজের সামনে একটাই প্রশ্ন কখন, কীভাবে ফিরবে তাদের হারানো আত্মবিশ্বাস?

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ১৬২
ভারত প্রথম ইনিংস: ৫ উইকেটে ৪৪৮ ডিক্লেয়ার
ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস: ১৪৬
ফল: ভারত জয়ী ইনিংস ও ১৪০ রানে

India vs West Indies in Ahmedabad Test Indian Cricketer dominate win in 3 days