India vs West Indies : ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টে কেমন হতে পারে প্রথম একাদশ

India vs West Indies 2nd Test

India vs West Indies 2nd Test: রবীন্দ্র জাদেজা নাকি অক্ষর প্যাটেল, জয়দেব উনাদকাট নাকি নবদীপ সাইনি – দ্বিতীয় টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার জন্য ভারতীয় দলের কি কিছু পরিবর্তন আসতে পারে? ত্রিনিদাদের পোর্ট অফ স্পেনে রেকর্ড ১০০তম টেস্টে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে, সিরিজে তেড়ে ফুঁড়ে ফিথে আসায় চেষ্টায় থাকবে ওয়েস্ট ইন্ডিজ।

আগের দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রানার্স আপ ভারত, ডমিনিকায় উইন্ডসর পার্কে স্বাগতিকদের বিরুদ্ধে একটি প্রভাবশালী জয় দিয়ে তাদে তৃতীয় টেস্ট চক্র শুরু করে। এদিকে ২০৯২ সাল থেকে উইন্ডিজের বিরুদ্ধে আজও অপরাজিত থাকার চেষ্টাই চালাবে রোহিত শর্মার দল।

   

দ্বিতীয় টেস্টে কিছু কিছু নতুন নাম দেখা যেতে পারে দলে। বিশেষত প্রৌম টেস্টের পর দলের অধিনায়ক রোহিতও বলেন যে দরের কিছু তরুণ প্রতিভাকে সুযোজ দেওয়া হবে। ফলত দলে বদল আসার কথা ভাবা অস্বাভাবিক নয়।

উল্লেখযোগ্যভাবে, যদি ভারতীয় দলে বদল আনতেই হয়, তবে দলে অক্ষর পটেল এবং নবদীপ সাইনির জায়গা পাওয়ার সম্ভাবনা প্রবল। তাছাড়াও রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের পরে ভারতের জন্য পরবর্তী বড় স্পিনিং বিকল্প হিসাবে বিবেচনা করা হয় পটেলকে। পটেল এই বছরের শুরুতে ভারত আয়োজিত বর্ডার গাভাস্কার সিরিজ অংশগ্রহণ করলেন খেলিননি টেস্ট বিশ্বকাপে।

ব্যাটিংয়ে অবশ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই আশা করা যায়। যশশ্বী জয়সওয়াল এবং শুভমন গিল নিজ নিজ জায়গায় থাকতে পারেন।সিরিজের দ্বিতীয় তথা অন্তিম টেস্ট ম্যাচটি জুলাইয়ের ২০ তারিখ থেকে পোর্ট অব স্পেনে শুরু হবে।

দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ:
একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ইশান কিশান (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা/অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, জয়দেব উনাদকাত/নবদীপ সাইনি, মোহাম্মদ সিরাজ

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন