এল না জয়! ভিয়েতনামের সঙ্গে ড্র ভারতীয় ফুটবল দলের

ফের আটকে গেল ব্লু-টাইগার্স। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার বিকেলে থিয়েন ট্রুং স্টেডিয়ামে ভিয়েতনামের বিপক্ষে খেলতে নেমেছিল ভারত (India vs Vietnam)। নির্ধারিত সময়ের শেষে ১-১…

International Friendly India vs Vietnam

ফের আটকে গেল ব্লু-টাইগার্স। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার বিকেলে থিয়েন ট্রুং স্টেডিয়ামে ভিয়েতনামের বিপক্ষে খেলতে নেমেছিল ভারত (India vs Vietnam)। নির্ধারিত সময়ের শেষে ১-১ গোলের ব্যবধানে শেষ হল এই ফুটবল ম্যাচ। প্রথমার্ধে ভারতীয় গোলরক্ষক তথা অধিনায়ক গুরপ্রীত সিং সিন্ধুর আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল প্রতিপক্ষ ফুটবল দল। তারপর দ্বিতীয়ার্ধে ফারুক চৌধুরীর অনবদ্য গোলে সমতায় ফেরে ভারতীয় ফুটবল দল। কিন্তু তারপর আর ব্যবধান বাড়ানো সম্ভব হয়নি তাঁদের পক্ষে। যারফলে কিছুটা হলেও হতাশ ভারতীয় ফুটবলপ্রেমীরা।

ফিফা তালিকা অনুযায়ী বর্তমানে ভারতের থেকে বেশ কিছুটা এগিয়ে ভিয়েতনাম। যার প্রমাণ মিলেছে আজ গোটা ম্যাচ জুড়ে। প্রথম থেকেই কার্যত আক্রমণাত্মক চেহারা নিয়েছিল ভিয়েতনামের ফুটবলাররা। যা আটকাতে গিয়ে কার্যত হিমসিম খেতে হচ্ছিল রাহুল ভেকেদের। তারপর ম্যাচের ১১ মিনিটের মাথায় আক্রমণ থামাতে গিয়ে প্রতিপক্ষ দলকে পেনাল্টি দিয়ে বসেন ভারতীয় ডিফেন্ডাররা। তবে গুরপ্রীত সিং সিন্ধুর অনবদ্য সেভে সেই যাত্রায় বেঁচে যায় ব্লু-টাইগার্স। কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি।

   

ম্যাচের ৩৮ মিনিটের মাথায় কর্নার থেকে ভাসানো বল সোজা চলে আসে বক্সের দিকে। সেটি সামাল দিতেই এগিয়ে আসেন আনোয়ার আলি। যা ঠিকমতো বুঝে উঠতে পারেননি ভারতীয় গোলরক্ষক। সেখান থেকেই প্রথম গোল তুলে নেয় ভি হাওয়ের দল। তারপর একাধিকবার লালিয়ানজুয়ালা ছাংতেরা ওঠার চেষ্টা করলেও মিস পাসের বহরে কার্যত গোলের মুখ খুলতে ব্যর্থ থাকেন ভারতীয় ফরোয়ার্ডরা। যারফলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে মানোলোর ছেলেরা। তবে দ্বিতীয়ার্ধ থেকে যথেষ্ট চনমনে মেজাজে দেখা যায় ভারতীয় মিডফিল্ডারদের।

যারফলে ম্যাচের ৫৩ মিনিটের মাথায় আসে গোল। সুরেশ সিংয়ের বাড়ানো বল টেনে নিয়ে প্রতিপক্ষ গোলরক্ষকের সামনে দিয়ে তুলে দেন ফারুক চৌধুরী। সমতায় ফেরে ভারত। কিন্তু ম্যাচের বয়স বাড়ার সাথে সাথেই প্রবল চাপ বাড়তে থাকে ভিয়েতনাম। শেষ পর্যন্ত প্রতিপক্ষের আক্রমণ সামাল দিতে গিয়ে নেমে আসতে হয় অধিকাংশ ফুটবলারদের। সেই সুবাদেই অমীমাংসিত ফলাফলে ম্যাচ শেষ করে ভারতীয় ফুটবল দল।