শেষমেশ টস ভাগ্য ফিরল ভারতের (India) দিকে। টানা ১৫টি আন্তর্জাতিক ম্যাচে টস হারের পর, এশিয়া কাপ ২০২৫(Asia Cup 2025) প্রথম ম্যাচেই অধিনায়ক সূর্যকুমার যাদব ভাগ্যের পালা ঘুরিয়ে দেন। টস (India vs UAE) জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল, তা বোঝা গেল সংযুক্ত আরব আমিরশাহিকে (UAE) মাত্র ৫৭ রানে অলআউট করার পর।
একটা সময় মনে হয়েছিল, আমিরশাহি বেশ ভাল শুরু করেছে। মাত্র ২ ওভারেই রান ছিল ১৬। আগ্রাসী মেজাজে খেলছিলেন ওপেনার শারাফু। তবে তৃতীয় ওভারে বুমরাহের ইয়র্কারে বোল্ড হয়ে যান তিনি (২২)। এর পর থেকেই শুরু হয় আমিরশাহির ভরাডুবি। চতুর্থ ওভারে বরুণ চক্রবর্তীর বলে কুলদীপ যাদবের হাতে ক্যাচ দিয়ে আউট হন জোহাইব (২)। ৫ ওভারে স্কোর দাঁড়ায় ২৯/২।
এরপর ধৈর্য ধরে ব্যাট করার চেষ্টা করেন ওয়াসিম ও চোপড়া। কিন্তু ৮ ওভারের মধ্যেই কুলদীপ যাদব আক্রমণে নামতেই ধস নামে আমিরশাহির ইনিংসে। নবম ওভারে এক ওভারেই চোপড়া (৩) ও ওয়াসিমকে (১৯) ফিরিয়ে দেন কুলদীপ। এরপরে কৌশিককে (২) বোল্ড করে নিজের তৃতীয় উইকেট তুলে নেন তিনি।
সৌদির বিরুদ্ধে টসে জিতে বল করার সিদ্ধান্ত সূর্যের
১০তম ওভারে শিবম দুবে এলেন নিজের প্রথম স্পেলে। প্রথম ওভারেই উইকেট, আসিফ (২) সঞ্জুর হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন। তারপর অক্ষর প্যাটেলের বলে আউট হলেন সিমরনজিৎ (১)। ১১তম ওভারে আবার শিবমের আঘাত, পরাশর (১) ফিরে গেলেন। তখন স্কোর ৫৪/৮।
পরের ওভারে সিদ্দিকিকে (০) ফেরান শিবম। শেষ উইকেটটি আবার কুলদীপ যাদবের (Kuldeep Yadav)। হায়দর (১) তাঁর বলেই আউট হন। ১৩.১ ওভারে আমিরশাহি গুটিয়ে গেল মাত্র ৫৭ রানে। কুলদীপের পরিসংখ্যান ৩.১ ওভারে ৪ উইকেট, ৮ রান দিয়ে। শিবম দুবেও দুর্দান্ত ৩ ওভারে ৩ উইকেট, মাত্র ১০ রান খরচায়।
ভারতের বোলিং পরিকল্পনা এতটাই নিখুঁত ছিল যে, একসময় যাঁরা ২৬/০ ছিলেন, তাঁরাই পরের ৩১ রানে ১০ উইকেট হারিয়ে বসে। বুমরাহ এবং বরুণ পাওয়ারপ্লেতে নিয়ন্ত্রণ আনেন, তারপর কুলদীপের স্পিন জাদু ও শিবমের সঠিক লাইন-লেংথে ভেঙে পড়ে আমিরশাহি ব্যাটিং।
𝙄𝙣𝙣𝙞𝙣𝙜𝙨 𝘽𝙧𝙚𝙖𝙠!
Stunning bowling display from #TeamIndia! 🔥
4⃣ wickets for Kuldeep Yadav
3⃣ wickets for Shivam Dube
1⃣ wicket each for Varun Chakaravarthy, Axar Patel & Jasprit BumrahScorecard ▶️ https://t.co/Bmq1j2LGnG#AsiaCup2025 | #INDvUAE pic.twitter.com/cvs2anfip6
— BCCI (@BCCI) September 10, 2025
India vs UAE Live Score in Asia Cup 2025