এশিয়া কাপে IND vs UAE ম্যাচ ফ্ৰি’তে কোথায় দেখেবন? জেনে নিন

দ্বিতীয় দিনে পা দিল এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025)। বুধবার, অর্থাৎ ১০ সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট দলের (India) এবারের এশিয়া কাপ অভিযান শুরু হচ্ছে সংযুক্ত…

India vs UAE in Asia Cup 2025 where to watch free live Streaming & telecast in India

দ্বিতীয় দিনে পা দিল এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025)। বুধবার, অর্থাৎ ১০ সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট দলের (India) এবারের এশিয়া কাপ অভিযান শুরু হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহির (UAE) বিরুদ্ধে প্রথম ম্যাচ দিয়ে। ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

এশিয়ার মঞ্চে ভারতের সম্ভাব্য একাদশে নতুন মুখ! রইল শেষ মুহূর্তের আপডেট

   

আগামী বছর অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রেক্ষাপটে এই টুর্নামেন্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ২০২৫ এশিয়া কাপ টি-২০ ফর্ম্যাটেই খেলা হচ্ছে, যা ভারতীয় দলের জন্য একপ্রকার প্রস্তুতি পর্ব হিসেবেই দেখা হচ্ছে।

কখন শুরু, কোথায় হবে ম্যাচ?

এই ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টা থেকে। আগে ম্যাচগুলো সন্ধ্যা ৭.৩০টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও দুবাইয়ের অতিরিক্ত গরমের কারণে সময় পরিবর্তন করে রাত ৮টা করা হয়েছে। টস হবে সন্ধ্যা ৭.৩০ মিনিটে। ম্যাচটির ভেন্যু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, যেখানে অতীতে বহু স্মরণীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

ভারত বনাম UAE নয়! এশিয়ার মঞ্চে গুরু-শিষ্যের লড়াই দেখবে ক্রিকেটবিশ্ব?

লাইভ কোথায় দেখবেন?

ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য রয়েছে সহজ সমাধান। সোনি স্পোর্টস নেটওয়ার্ক (Sony Sports Network) ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহীর ম্যাচ-সহ পুরো এশিয়া কাপের লাইভ টেলিকাস্ট করছে। সোনি টেন ১, সোনি টেন ২ এবং সোনি সিক্স চ্যানেলগুলিতে বিভিন্ন ভাষায় কমেন্ট্রির মাধ্যমে সম্প্রচার করা হচ্ছে। হিন্দি, ইংরেজি ছাড়াও আঞ্চলিক ভাষায়ও এই ম্যাচ দেখা যাবে।

লাইভ স্ট্রিমিংয়ের জন্য রয়েছে Sony LIV অ্যাপ। অ্যাপটির মাধ্যমে মোবাইল, ট্যাব, ল্যাপটপ বা স্মার্ট টিভিতে ম্যাচ লাইভ দেখা যাবে। Sony LIV সাবস্ক্রিপশন থাকলেই মিলবে এই সুবিধা। পাশাপাশি, ম্যাচের হাইলাইটস, স্কোর আপডেট, প্লেয়ার স্ট্যাটস সবই পাওয়া যাবে এই প্ল্যাটফর্মে।

শ্লীলতাহানি মামলায় বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়কে ১০০ টাকা জরিমানা আদালতের

Advertisements

সরাসরি সম্প্রচারের সংক্ষিপ্ত বিবরণী:

ম্যাচ: ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহী

তারিখ: ১০ সেপ্টেম্বর, ২০২৫

সময়: রাত ৮টা (IST), টস ৭:৩০ PM

ভেন্যু: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

টেলিকাস্ট: Sony Sports Network

লাইভ স্ট্রিমিং: Sony LIV অ্যাপ (সাবস্ক্রিপশন প্রয়োজন)

India vs UAE in Asia Cup 2025 where to watch free live Streaming & telecast in India