২০২৫ এশিয়া কাপের (Asia Cup 2025) দ্বিতীয় ম্যাচ আগামীকাল বুধবার, অর্থাৎ ১০ সেপ্টেম্বর মুখোমুখি হচ্ছে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি (India vs UAE)। এই হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাই (Dubai) আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে (স্থানীয় সময়)। খেলার ময়দানে দুই দলেরই লক্ষ একটাই, জয় দিয়ে টুর্নামেন্টের শুভসূচনা। তবে এর মাঝেই আবহাওয়াজনিত পরিস্থিতি (Weather Update) নিয়ে চিন্তিত টিম ম্যানেজমেন্ট ও ভক্তরা।
খেলার মাঠে নামার আগে ‘গরম’ হুঁশিয়ারি
ইস্টবেঙ্গল অধ্যায়ের ইতি, এই দলের হয়ে খেলবেন গ্রিক তারকা
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ১০ সেপ্টেম্বর দুবাইয়ের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস। যদিও ম্যাচ শুরু হবে সন্ধ্যায়, তখনও তাপমাত্রা থাকবে প্রায় ৩৪ ডিগ্রির কাছাকাছি। এর পাশাপাশি ৬০ শতাংশেরও বেশি আপেক্ষিক আর্দ্রতা (Humidity) খেলোয়াড়দের জন্য অতিরিক্ত চ্যালেঞ্জ তৈরি করবে।
বিশেষজ্ঞদের মতে, এই গরম এবং আর্দ্রতা ফিল্ডিং দলের জন্য বড় সমস্যা তৈরি করতে পারে। ঘেমে নেয়ে বোলারদের বল গ্রিপ করতে সমস্যা হতে পারে। অন্যদিকে, ব্যাটারদের জন্য দীর্ঘক্ষণ উইকেটে টিকে থাকা একেবারেই সহজ হবে না। এই কারণেই ভারতীয় দল ম্যানেজমেন্ট খেলোয়াড়দের ফিটনেস, হাইড্রেশন ও শারীরিক প্রস্তুতির দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে।
ম্যাচ চলাকালীন দুবাইয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা মাত্র ৫ শতাংশ। অর্থাৎ, খেলার উপরে বৃষ্টির কোনও প্রভাব পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। ফলে দুই দলই পূর্ণ ২০ ওভার করে খেলার সুযোগ পাবে। ক্রিকেটপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে স্বস্তির খবর।
বোলিং কোচের মন্তব্যে সূর্যের চিন্তা বাড়াচ্ছে এই ক্রিকেটার
এই টুর্নামেন্টে ভারতীয় দল খেতাব জয়ের অন্যতম বড় দাবিদার। সূর্য কুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া এবারের টুর্নামেন্টে তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের মিশেলে একটি ভারসাম্যপূর্ণ দল গঠন করেছে। ব্যাটিং বিভাগে শুভমন গিল, অভিষেক শর্মা ও তিলক বর্মাদের উপর নজর থাকবে, অন্যদিকে বোলিংয়ে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ ও অর্শদীপ সিং।
তবে ঘরের মাঠে খেলতে নামা সংযুক্ত আরব আমিরশাহিও হাল ছাড়তে রাজি নয়। তাদের দলে বেশ কিছু প্রতিভাবান ক্রিকেটার রয়েছেন, যারা নিজেদের দিনে যে কোনও বড় দলের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে সক্ষম।
এফসি গোয়ার সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলল মোহনবাগান, চর্চায় রইলেন রবসন
যদিও আবহাওয়া নিয়ে প্রথমদিকে উদ্বেগ ছিল, তবে বর্তমানে বৃষ্টির কোনও প্রভাব ম্যাচে পড়বে না। বরং প্রতিকূল আবহাওয়ায় কিভাবে ক্রিকেটাররা নিজেদের মানিয়ে নেন, সেটাই হবে দেখার বিষয়। এশিয়া কাপের এই গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রিকেট ভক্তদের নজর এখন দুবাইয়ের দিকে। আগামীকাল সন্ধ্যায় উত্তেজনা চরমে পৌঁছাবে, সেটাই বলা যায় নিশ্চিতভাবে।
India vs UAE in Asia Cup 2025 as weather Update no rain threat in Dubai