India vs srilanka: হার্দিকের ভারতের বিরুদ্ধে নামছে শ্রীলঙ্কা

India vs srilanka

India vs srilanka: লঙ্কা ব্রিগেডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ ৩ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি। ওয়ানডে সিরিজ ১০ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত। দক্ষিণ এশিয়ার দুই জায়ান্ট ইতিহাস বলছে, টি-টোয়েন্টিতে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে মোট ২৬ টি ম্যাচে মেন ইন ব্লু ১৭ টি ম্যাচই জিতেছে। লঙ্কান লায়নরা জিতেছে ৮টি।

Advertisements

১টি ম্যাচ টাই। মোট ১৬২টি একদিনের আন্তর্জার্তিকে ভারত ৯৩টি ম্যাচ জিতেছে। শ্রীলঙ্কা ৫৭ বার জয়ী। ১১টি ম্যাচ নিস্ফলা। ২০১৬ সালে ঘরের মাঠে শেষ বার শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে হার ভারতের। দাসুন শানাকার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে ভারত।

   

শ্রীলঙ্কার ভারত সফর:
টি-টোয়েন্টির সময়সূচি-
প্রথম টি-টোয়েন্টি- ৩ জানুয়ারি, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, সন্ধ্যে ৭টায়
দ্বিতীয় টি-টোয়েন্টি- ৫ জানুয়ারি, পুনের এমসিএ স্টেডিয়ামে, সন্ধ্যে ৭টায়
দ্বিতীয় টি-টোয়েন্টি- ৭ জানুয়ারি, রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে, সন্ধ্যে ৭টায়

Advertisements

ওডিআই-এর সময়সূচি=‌
প্রথম ওডিআই- ১০ জানুয়ারি, মুগুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়াম, দুপুর ১-৩০
দ্বিতীয় ওডিআই- ১২ জানুয়ারি, কলকাতার ইডেন গার্ডেন্স, দুপুর ১-৩০
তৃতীয় ওডিআই- ১৫ জানুয়ারি, তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়াম, দুপুর ১-৩০