জুবিন গর্গকে শ্রদ্ধা জানিয়ে শুরু ‘বিশ্বকাপ’, ইতিহাসের খোঁজে ভারত

শারদ উৎসবের সূচনায় দেবীপক্ষের সঙ্গে সঙ্গেই নতুন ইতিহাস রচনার লক্ষ্যে মাঠে নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (India Cricket Team)। আজ গুয়াহাটির (Guwahati) বর্শাপাড়া স্টেডিয়ামে শ্রীলঙ্কা…

India vs Sri Lanka opening match in ICC Womens World Cup at Guwahati

শারদ উৎসবের সূচনায় দেবীপক্ষের সঙ্গে সঙ্গেই নতুন ইতিহাস রচনার লক্ষ্যে মাঠে নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (India Cricket Team)। আজ গুয়াহাটির (Guwahati) বর্শাপাড়া স্টেডিয়ামে শ্রীলঙ্কা (India Vs Sri Lanka) মহিলাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে মেয়েদের এক দিনের বিশ্বকাপ (ICC Womens World Cup)। হরমনপ্রীতের নেতৃত্বে দেশের মাটিতে প্রথমবার সিনিয়র স্তরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ভারতীয় দল (Indian Cricket Team)।

Advertisements

ভারতীয় পুরুষ দল সদ্য এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে (India Cricket News)। এবার সেই আনন্দ দ্বিগুণ করার পালা মহিলাদের। এখনও পর্যন্ত সিনিয়র স্তরে আইসিসি ট্রফি অধরাই থেকেছে ভারতের মেয়েদের জন্য। ২০১৭ সালে ফাইনালে উঠেও ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৯ রানে হারতে হয়েছিল। তবে এই বছর ঘরের মাঠে খেলার বাড়তি সুবিধা এবং দলের বর্তমান ফর্ম আশার আলো জাগাচ্ছে (Bengali Sports News)।

   

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ভারতীয় দল চমৎকার পারফরম্যান্স দেখিয়েছে। যদিও সিরিজে জয় আসেনি, তবে স্মৃতি মান্ধানার দুরন্ত ফর্ম মন জয় করে নিয়েছে সকলের। সিরিজে তিনি করেছেন দুটি সেঞ্চুরি এবং একটি হাফসেঞ্চুরি। ওপেনিংয়ে তাঁর শুরুটা যে দলের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

ভারতের দলে এবার নজর থাকবে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের দিকে। যেমন জেমিমা রদ্রিগেজ। কিছু সময় জাতীয় দল থেকে বাদ পড়লেও, দুর্দান্ত ভাবে ফিরে এসেছেন তিনি। ধারাবাহিক পারফরম্যান্সে এখন দলের অপরিহার্য অংশ। তেমনই প্রথমবার বিশ্বকাপে নামা বাংলার কিপার-ব্যাটার রিচা ঘোষ এবং ওপেনার প্রতিকা রাওয়াল কতটা ছাপ ফেলতে পারেন, সেদিকেও নজর থাকবে সমর্থকদের।

তবে উদ্বোধনের আগেই একটুখানি অস্বস্তি শিবিরে। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে হেদার নাইটের স্ট্রেট ড্রাইভে চোট পান পেসার অরুন্ধতী রেড্ডি। তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন থাকলেও, বাকি দল আত্মবিশ্বাসে টগবগ করছে।

বিশ্বকাপের প্রথম ম্যাচ আয়োজিত হচ্ছে অসমের গুয়াহাটিতে। তবে আনন্দের মাঝেও রয়েছে শোকের ছায়া। সদ্য প্রয়াত জনপ্রিয় অসমিয়া গায়ক জুবিন গর্গকে (Zubeen Garg) শ্রদ্ধা জানাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে অসম ক্রিকেট সংস্থা ও বিসিসিআই। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে ৪০ মিনিট ধরে তাঁর স্মৃতিতে বিশেষ শ্রদ্ধার্ঘ্য দেওয়া হবে। প্রিয় গায়কের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি মাঠ ভরাতে ৫ হাজার টিকিট বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

টিকিটের দামও সাধারণ মানুষের নাগালে রাখার চেষ্টা হয়েছে। বোর্ড চায়, দেশের মাটিতে খেলা মানেই গ্যালারিভর্তি সমর্থন। কারণ, এ বার লক্ষ্য একটাই বিশ্বকাপ জয়। মেয়েদের ক্রিকেটে এখন উন্নতির জোয়ার। এ বার সেই সোনার ফসল ঘরে তোলার সময়। দেবীপক্ষে শক্তির আরাধনা তো হয়ই। এবার মাঠে নামছে ভারতের ‘নতুন শক্তিরা’। চোখ থাকবে আজ গুয়াহাটির দিকে, শুরু হবে ভারতের নতুন স্বপ্নের অভিযান।

India vs Sri Lanka opening match in ICC Womens World Cup at Guwahati