INDIA VS SRI LANKA 2011 WORLD CUP : ভারতের বিশ্বকাপ জয়ের ১১ বছর 

আজকের দিনেই শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয়বার ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল ভারতীয় ক্রিকেট দল (INDIA VS SRI LANKA 2011 WORLD CUP)।২রা এপ্রিল,২০১১। ছয় মেরে বিশ্বকাপ জিতিয়েছিলেন অধিনায়ক এমএস ধোনি।

২০১১ সালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হয়েছিল ভারত-শ্রীলঙ্কা ফাইনাল। ভারতকে ২৭৫ রানের টার্গেট দেয় শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার হয়ে ৮৮ বলে দুর্দান্ত ১০৩ রানের ইনিংস খেলেন অধিনায়ক মাহেলা জয়বর্ধন। জয়বর্ধনের অপরাজিত এই ইনিংস ছাড়া কুমার সাঙ্গাকারা ৪৮ রান করেন। ২৭৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতের শুরু ভালো হয়নি। শুরুতেই সেহবাগ-শচীনের উইকেট তুলে নেন লাসিথ মালিঙ্গা। 

   

এরপরে বিরাট কোহলি কে সাথে নিয়ে দলের হাল ধরেন গৌতম গম্ভীর। এরপরে সঙ্গ দেন অধিনায়ক মাহিন্দ্রা সিং ধোনি। ধোনির ৯১ ও যুবরাজের ২১ নটআউটে ভর করে বিশ্বকাপ ফাইনাল জেতে ভারত। আইসিসি তাদের টুইটার হ্যান্ডেলে আজকের দিনের স্মরণে পোস্ট করেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন