দ্বিতীয় টেস্টের আগে প্রোটিয়া শিবিরে যোগ এই ভয়ানক পেসারের

india-vs-south-africa-second-test-kagiso-rabada-uncertain-lungi-ngidi-joins

দ্বিতীয় টেস্টের আগে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বোলিং লাইনআপে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইডেনে মাত্র আড়াই দিনে প্রথম টেস্ট জয় অর্জন করলেও, কাগিসো রাবাডা চোটের কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন কি না, তা নিশ্চিত নয়। এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা দল ঘোষণা করেছে লুঙ্গি এনগিডিকে পরিবর্ত হিসেবে স্কোয়াডে যোগ করার কথা।

বড় ধাক্কা! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনিশ্চিত এই চার তারকা?

   

২৯ বছর বয়সি পেসার এনগিডি ইতিমধ্যেই প্রোটিয়া শিবিরে পৌঁছে গিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, গুয়াহাটিতে রাবাডার খেলায় এখনও প্রশ্নবিদ্ধ। ভারতীয় দল পেস সহায়ক উইকেট আশা করছে, তাই রাবাডার মতো একজন অভিজ্ঞ বোলারের উপস্থিতি দক্ষিণ আফ্রিকার জন্য বড় শক্তি হতে পারত।

ইডেনে প্রথম টেস্টে মার্কো জ্যানসেনের সঙ্গে দলীয় কম্বিনেশনে ছিলেন উইয়ান মুল্ডার ও করবিন বশরা। যদিও স্পিনাররা দুর্দান্ত বোলিং করায় তাদের অতিরিক্ত সহায়তার প্রয়োজন হয়নি। এখন এনগিডি স্কোয়াডে যোগ দেওয়ায়, দলের পেস অপশন আরও শক্তিশালী হবে।

রাজস্থানের অধিনায়ক এই তারকা ভারতীয় অলরাউন্ডার! ফাঁস গোপন রিপোর্ট?

এনগিডি ভারত সফরে মাত্র একটি টেস্ট খেলেছেন। ২০১৯ সালে রাঁচিতে খেলার অভিজ্ঞতা রয়েছে, সেই ম্যাচে কোনো উইকেট পাননি। তার ক্যারিয়ারে মোট ২০টি টেস্টে ৫৮ উইকেট রয়েছে, গড় ২৩.৩৭। লাল বলের ক্রিকেটে শেষ খেলাটি খেলেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। তবে প্রথম একাদশে এনগিডির উপস্থিতি নিয়ে এখনও কোনো চূড়ান্ত ঘোষণা হয়নি।

দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ২২ নভেম্বর। এনগিডি সুযোগ পেলে কতটা কার্যকর হবেন, তা এখন দেখার অপেক্ষা। তবে রাবাডার অনিশ্চয়তার মধ্যেও দক্ষিণ আফ্রিকার বোলিং ডিপার্টমেন্ট শক্তিশালী রাখার পরিকল্পনা স্পষ্ট।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গে কমছে শীত, বাড়ছে উষ্ণতা
Next articleশীতে ভ্রমণের সেরা ৬ ঠিকানা
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।