India vs South Africa: ভারতের সঙ্গে বেইমানি করে দেওয়া হয়নি DRS! জানুন সত্যিটা

জোহানেসবার্গে ভারত ও দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) মধ্যে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে টিম…

India vs South Africa Match DRS

জোহানেসবার্গে ভারত ও দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) মধ্যে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়া ২০১ রানের বড় স্কোর করে। জবাবে ৮ ওভার শেষে আফ্রিকার স্কোর ছিল ৪ উইকেটে ৫১। গুরুতর আহত হয়ে তখন প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তার জায়গায় অধিনায়কত্ব করেন সহ-অধিনায়ক রবীন্দ্র জাদেজা। এরপর নবম ওভারে জাদেজা নিজে যখন বোলিং করছিলেন, আম্পায়ারকে জিজ্ঞেস করলেও তাকে ডিআরএস দেননি।

Advertisements

আরও পড়ুন: Shubman Gill: শুভমানের জন্য শুভ নয় এই ক্রিকেটার এই ফরম্যাট!

   

ক্রিকেট দুনিয়ার দিকে তাকালে দেখা যাবে, এ ধরনের ঘটনা এটাই প্রথম নয়। প্রায়শই প্রযুক্তিগত সমস্যার কারণে ডিআরএস উপস্থিত থাকে না। এ কারণে তৃতীয় টি-টোয়েন্টিতে ইনিংসের নবম ওভার যখন চলছিল, তখন তা দেখা গেল। অধিনায়ক রবীন্দ্র জাদেজা বল করছিলেন এবং ডেভিড মিলার চতুর্থ বলে পরাজিত হন। উইকেটরক্ষক জিতেশ শর্মা বলটিকে তালুবন্দি করতে সক্ষম হন। ভারতীয় দল নিশ্চিত ছিল যে বল ব্যাটে লেগেছিল। কিন্তু ফিল্ড আম্পায়ার তাকে আউট দেননি।

এরপর প্রযুক্তিগত ত্রুটির কারণে ডিআরএস উপস্থিত ছিল না। এ কারণে অধিনায়ক জাদেজা আম্পায়ারকে জিজ্ঞেস করলে তিনি ডিআরএস প্রত্যাখ্যান করেন। এমন ক্ষেত্রে প্রায়শই আম্পায়ার অধিনায়ককে বিষয়টা বলে দেয়। কিন্তু এই ম্যাচের ফিল্ড আম্পায়ার সম্ভবত জাদেজাকে বিষয়টি জানাননি। এ কারণে রবীন্দ্র জাদেজাকে রাগান্বিত দেখা গেছে। একই সঙ্গে প্রধান কোচ রাহুল দ্রাবিড়কেও বাউন্ডারিতে চতুর্থ আম্পায়ারের সঙ্গে এ নিয়ে আলোচনা করতে দেখা গেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

Advertisements

আরও পড়ুন: Mohammed Shami: খেলার সবথেকে বড় পুরস্কার পেতে চলেছেন বাংলার শামি! 

এর আগে আফ্রিকায় শেষ সিরিজে (২০২১-২২) ডিআরএস নিয়ে তুমুল হইচই হয়েছিল। সেই সময় বিরাট কোহলি, লোকেশ রাহুল এবং রবিচন্দ্রন অশ্বিনকে টেস্ট সিরিজের সময় বেশ রাগান্বিত দেখা গিয়েছিল। সেই সময় অধিনায়ক বিরাট কোহলিকে স্টাম্প মাইকে ব্রডকাস্টার সুপার স্পোর্টে মন্তব্য করতে দেখা যায়। একই সঙ্গে অশ্বিন ও রাহুলের রেকর্ডিংও ভাইরাল হয়।