Monday, December 8, 2025
HomeSports NewsIndia vs South Africa: নতুন রেকর্ড গড়তে পারেন কোহলি

India vs South Africa: নতুন রেকর্ড গড়তে পারেন কোহলি

- Advertisement -

হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা। (India vs South Africa) প্রোটিয়াদের বিরুদ্ধে দল নিয়ে নামতে চলেছেন রোহিত শর্মা। সেই ম্যাচের নতুন রেকর্ড গড়ার লক্ষ্যে বিরাট কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে নতুন রেকর্ড গড়তে চাই মাত্র ২৮ রান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ৩১ টি ম্যাচ খেলে সর্বকালীন রেকর্ড গড়েছেন মহেলা জয়বর্ধনে। তাঁর রান সংখ্যা ছিল ১০১৬। মাত্র ২৩ টি ম্যাচ খেলে বিরাট করেছেন ৯৮৯ রান। চলতি বিশ্বকাপের দুটি ম্যাচে বিরাটের রান সংখ্যা ১৪৪। ক্রিকেট ইতিহাসে আজই নতুন রেকর্ড গড়তে চলেছেন কোহলি। প্রয়োজন মাত্র ২৮ রান।

   

এই সর্বকালীন সর্বাধিক রান সংখ্যায় ইতিমধ্যেই ক্রিশ গেইল, রোহিত শর্মা ও দিলশানকে পিছনে ফেলে দিয়েছেন তিনি। বিশ্বকাপের পর পর দুটি মায়চ জয়ের পর আজও অপরিবর্তিত টিম নিয়ে মাঠে নামছেন রোহিত শর্মা। তাই আজ প্রোটিয়াদের বিরুদ্ধে পার্থের ;ময়দানে বিশেষ নজরে থাকছেন বিরাট।

শুধুমাত্র রোহিত শর্মা নয়, এই মুহুর্তে ক্রিকেট বিশেষজ্ঞদের নজরে রয়েছেন ভারতীয় ওপেনিং জুটির অন্যতম খেলোয়াড় কেএল রাহুল। গত দুই ম্যাচে তাঁর রানসংখ্যা ভারতকে শুরুর দিকে বিপদে ফেলেছে। তাই কেএল রাহুলের ফর্মে ফিরে আসা অত্যন্ত জরুরী। সেক্ষেত্রে অনেকটা কাজ সুবিধে হবে রোহিত শর্মার জন্যও।

যদিও গত দুই ম্যাচের মতোই এই ম্যাচেও ভারতের ভরসা বিরাট কোহলি। সঙ্গে থাকছে সূর্যকুমার যদব। তবে এই ম্যাচে দীনেশ কার্তিকের থেকেও রান চাইছেন ভারতীয় ফ্যানরা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular