India vs South Africa T20 : হটাৎ বন্ধ হয়ে গেল ভারত বনাম দক্ষিণ আফ্ৰিকা ম্যাচ, কারণ শুনলে আঁতকে উঠবেন

india-vs-south-africa-3rd-t20-match-stop-for-some-time-due-to-flying-ants

ভারত বনাম দক্ষিণ আফ্ৰিকা তৃতীয় টি-টোয়েন্টি (India vs South Africa T20) ম্যাচের দ্বিতীয় ইনিংসের শুরুর পরেই বন্ধ হয়ে গেল ম্যাচ। মাত্র এক ওভার ব্যাটিং করল দক্ষিণ আফ্ৰিকা। দুই দলের সব ক্রিকেটাররা প্যাভিলিয়নে ফিরে যান। হটাৎই মাঠে হাজির লক্ষ লক্ষ পতঙ্গ (Flying Ants), যার জেরে সমস্যায় পড়তে হয় খেলোয়াড়দের। তাই কিছুক্ষন ম্যাচ বন্ধ রাখার সিধ্দান্ত নেন আম্পায়াররা।

   
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন