পুরুষদের এশিয়া কাপে ভারত-পাক (India vs Pakistan) ম্যাচ ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক উত্তাপ এবার ছায়া ফেলেছে মহিলা ক্রিকেট বিশ্বকাপেও (ICC Womens World Cup 2025)। রবিবার কলম্বোর মাটিতে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তানের মহিলা দল। কিন্তু মাঠের ক্রিকেটের থেকেও বেশি চর্চার কেন্দ্রে এখন করমর্দন বা ‘হ্যান্ডশেক’ বিতর্ক (Handshake Controversy)। প্রশ্ন উঠছে, পুরুষদের দলের মতো কি হরমনপ্রীতের দলও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন থেকে বিরত থাকবে? (India Cricket News)
পুরুষদের এশিয়া কাপ চলাকালীন সূর্যকুমার যাদবরা পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে কোনও ম্যাচেই হাত মেলাননি। এমনকি চ্যাম্পিয়ন হওয়ার পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান তথা পিসিবি সভাপতি মহসিন নাকভির কাছ থেকেও ট্রফি নিতে অস্বীকার করেন ভারতীয় খেলোয়াড়রা। সেই ঘটনারই প্রভাব এবার পড়েছে মহিলা বিশ্বকাপে (India vs Pakistan)। ভারতীয় মহিলা দলের ভিতরে এখনই যদিও এই প্রসঙ্গে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না মিললেও, পরিস্থিতি একেবারেই স্বাভাবিক নয়।
ভারতীয় দল অধিনায়ক হরমনপ্রীত কৌর অবশ্য বিষয়টি হালকাভাবে নিতে চাইছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাদের ড্রেসিংরুমে এসব নিয়ে কোনও আলোচনা হয়নি। আমরা সম্পূর্ণভাবে ম্যাচে মন দিচ্ছি। মাঠের বাইরের কোনও বিতর্ক আমাদের প্রভাবিত করছে না।” কিন্তু ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেটারদের একাংশ চাইছেন, হরমনরাও পুরুষদের দলের মতোই কড়া অবস্থান নিক।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শোভা পণ্ডিতের কথায়, “এ পরিস্থিতিতে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে করমর্দনের কোনও প্রয়োজন নেই। ওদের উপেক্ষাই হোক যোগ্য জবাব।” একই সুরে কথা বলেছেন প্রাক্তন ওপেনার সন্ধ্যা আগরওয়ালও। তাঁর মতে, “পুরুষদের দল যেমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে, হরমনদেরও তাই করা উচিত।”
এই বিতর্কের মাঝে সরব হয়েছেন ভারতের প্রাক্তন উইকেটকিপার ও প্রশাসক সাবা করিম। তিনি মনে করেন, “ভারতীয় মেয়েরা কিছুটা চাপের মুখে থাকবে। কারণ ভারত-পাকিস্তান ম্যাচের আলাদা গুরুত্ব আছে, এমনকি মহিলা বিশ্বকাপেও। তবে আমার ধারণা, বাইরের আওয়াজের থেকে বেশি প্রভাব ফেলবে না এই বিতর্ক। হরমনরা নিশ্চয় মাথা ঠাণ্ডা রেখে পারফর্ম করবে।”
তবে তিনি আরও বলেন, “এটা স্পষ্ট যে বিসিসিআই পুরুষদের ম্যাচে যে অবস্থান নিয়েছে, মেয়েদের ক্ষেত্রেও সেই দৃষ্টিভঙ্গি বজায় থাকবে। হ্যান্ডশেকের সম্ভাবনা কম বলেই আমি মনে করি।”
অন্যদিকে, পাকিস্তানের দিকেও পরিস্থিতি শান্ত নয়। সম্প্রতি পাকিস্তানি অধিনায়ক ফতিমা সানা এক বিতর্কিত মুদ্রা অনুকরণ করে হাস্যরস করায় বিতর্ক সৃষ্টি হয়েছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে উঠেছে।
প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার কামরান আকমল পর্যন্ত মন্তব্য করেছেন, “আমাদের দল ভারতের বিরুদ্ধে না খেলাই ভালো। আমাদেরও কঠোর বার্তা দেওয়া উচিত।”
তবে ইতিহাস বলছে, মহিলা ক্রিকেটে পাকিস্তান এখনও পর্যন্ত ভারতের সামনে দাঁড়াতে পারেনি। একদিনের ক্রিকেটে ১১ ম্যাচের প্রতিটিতেই জিতেছে ভারত। ২০১৭ সালের বিশ্বকাপে ১০৭ রানে জয় পেয়েছিল হরমনরা। সেই ম্যাচে কিন্তু দুই দলের খেলোয়াড়দের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই দেখা গিয়েছিল।
কিন্তু এবার পরিস্থিতি একেবারেই আলাদা। রাজনৈতিক আবহে ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে (India vs Pakistan)। মাঠের বাইরে যখন এমন চাপানউতোর, তখন ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে আছেন একটাই প্রশ্নে হরমনপ্রীতরা কি হ্যান্ডশেক করবেন? জবাব মিলবে রবিবার, কলম্বোর মাঠে, ম্যাচ শেষে। তবে যতই বিতর্ক থাকুক, হরমনদের লক্ষ্য থাকবে শুধুই জয়। মাঠে ব্যাট-বলের লড়াইয়ে ভারত কতটা সফল হয়, সেটাই ঠিক করে দেবে এবারের আলোচনার মোড়।
#GameOn | India to face Pakistan in Women’s ODI World Cup
India currently occupies the fourth spot after all teams have played a game each. The Women in Blue will eye the opportunity to boost their net run rate, which becomes crucial at the fag end of the tournament.
Watch… pic.twitter.com/4bAMBUfqQw
— DD News (@DDNewslive) October 4, 2025
India vs Pakistan in ICC Womens World Cup 2025 handshake controversy to Match Preview