‘রুমে যাও…ঘুমোও’ ভারত-পাক ম্যাচের পূর্বে একী বললেন সূর্য?

রবিবার ফের মুখোমুখি ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। এশিয়া কাপের সুপার ফোরে (Asia Cup Super Four) এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ঘিরে যেমন উত্তেজনার পারদ…

India vs Pakistan in Asia Cup Super Four clash amid Handshake Controversy Suryakumar Yadav focuses on Cricket

রবিবার ফের মুখোমুখি ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। এশিয়া কাপের সুপার ফোরে (Asia Cup Super Four) এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ঘিরে যেমন উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী, তেমনই তীব্র বিতর্ক চলছে ‘হ্যান্ডশেক’ নিয়ে। ম্যাচের (India Cricket News) আগেই ক্রিকেটবিশ্ব দুই ভাগে বিভক্ত, সৌজন্য বর্জনের পক্ষে ও বিপক্ষে।

গত ১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বে ভারত-পাক ম্যাচে টসের সময় এবং ম্যাচ (Bengali Sports News) শেষে কোনও ভারতীয় ক্রিকেটার পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দনে অংশ নেননি। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং পাক অধিনায়ক সলমন আলি আঘার মধ্যে সৌজন্য বিনিময় না হওয়া নিয়ে চরম ক্ষুব্ধ পাকিস্তান। ম্যাচ শেষে ভারতীয় দল জয় উদযাপন করলেও পাকিস্তান অধিনায়ক প্রেজেন্টেশন অনুষ্ঠান বর্জন করেন।

   

এই ঘটনার পরেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে। তাদের দাবি, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট নাকি দুই অধিনায়ককে করমর্দন থেকে বিরত থাকতে বলেন। PCB এটিকে ‘স্পিরিট অফ ক্রিকেট’র পরিপন্থী বলে অভিযোগ আনে এবং পাইক্রফ্টকে এশিয়া কাপ থেকে সরানোর দাবি জানায়।

এর মাঝেই আসছে ফের ভারত-পাক ম্যাচ। রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দলের মহারণে উত্তেজনা তুঙ্গে। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মাঠে সমস্ত বিতর্ক ছাপিয়ে দল খেলবে আগ্রাসী মনোভাব নিয়ে। সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, “ওরা হোক বা অন্য প্রতিপক্ষ, আমাদের প্রস্তুতি এক রকমই থাকে। যারা মাঠে ভাল খেলবে, তারাই জিতবে।”

সূর্য অবশ্য পাকিস্তানের নাম উচ্চারণই করছেন না। ‘ওরা’, ‘ওদের’ শব্দে ইঙ্গিত করছেন প্রতিপক্ষের দিকে। সংবাদ সম্মেলনে তিনি জানান, “এই প্রতিযোগিতায় সফল হতে হলে বাইরের আওয়াজকে বন্ধ রাখতে হবে। সতীর্থদের বলছি, রুমে যাও। দরজা বন্ধ এবং ফোন বন্ধ রেখে ঘুমোও।”

১৪০ কোটি ভারতবাসীর প্রতি আশ্বাস দিয়ে সূর্য বলেন, “আমরা মাঠে নিজেদের সেরাটা দিতে তৈরি। দর্শকদের এমন ম্যাচ উপহার দিতে চাই, যা উপভোগ করবেন সকলে।”

সূর্যের জন্মদিনেই গত ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল ভারত। ব্যাট হাতে অপরাজিত ৪৭ রানে দলকে জয় এনে দেন তিনি। সেই জয়ের পর ম্যাচটিকে ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করেন সূর্য। তিনি বলেন, “পহেলগাঁও জঙ্গি হামলায় নিহতদের প্রতি আমাদের শ্রদ্ধা ও সংহতি। এই জয় তাঁদের এবং দেশের জন্য।”

Advertisements

পাকিস্তান অবশ্য ‘হ্যান্ডশেক গেট’ বিতর্কে ক্ষোভে ফুঁসছে। ম্যাচ রেফারির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে PCB ম্যাচপূর্ব সাংবাদিক সম্মেলনই বয়কট করেছে। দলের মধ্যে মনোবল বাড়াতে ডাকা হয়েছে মোটিভেশনাল স্পিকার ডঃ রহিলকে।

আইসিসি এখনও পর্যন্ত ম্যাচ রেফারির বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নিলেও, রবিবারের ম্যাচে ফের অ্যান্ডি পাইক্রফ্টই থাকবেন ম্যাচ রেফারি হিসেবে। এটিই আরও বিতর্কের জন্ম দিয়েছে।

সূর্য স্পষ্ট করে জানিয়েছেন, মাঠে ফোকাস শুধুই ক্রিকেটে। ভারত অধিনায়ক বলেন, “আমাদের লক্ষ্য, ব্যাটে-বলে প্রতিদ্বন্দ্বিতা করে দর্শকদের মনোরঞ্জন করা। মাঠে আগ্রাসী মনোভাব নিয়ে নেমে আমরা দেশের হয়ে লড়ব।”