১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত-পাক (India vs Pakistan ) মহারণ। উপমহাদেশীয় ক্রিকেট অনুরাগীদের কাছে এক রোমাঞ্চকর যুদ্ধের নামান্তর। অতীত অভিজ্ঞতা বলছে, এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ মানেই টিকিটের জন্য হাহাকার। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা কিংবা অনলাইনে মিনিটের মধ্যেই টিকিট (Ticket Sales) শেষ হয়ে যাওয়ার দৃশ্য। কিন্তু এবারে সেই ছবি অনেকটাই পাল্টে গিয়েছে।
India vs Pakistan : কোহলিকে পিছনে ফেলে ভারত-পাক ম্যাচে বিরল রেকর্ডের হাতছানি সূর্যের
বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি শুরু হওয়ার পর ১০ দিন পেরিয়ে গেলেও এখনও প্রায় অর্ধেক আসন ফাঁকা পড়ে রয়েছে। এই পরিস্থিতিতে আয়োজক সংস্থা এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) নাকি টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। স্ট্যান্ডার্ড টিকিট যেখানে আগে ৯৯ মার্কিন ডলার ছিল, সেখানে এখন সেটি আরও কম মূল্যে পাওয়া যাচ্ছে। তবে প্রিমিয়াম সিট, যার দাম ৪,৫৩৪ ডলার—তার চাহিদাও খুবই সীমিত।
এই অস্বাভাবিক পরিস্থিতির পেছনে একাধিক কারণকে চিহ্নিত করা হচ্ছে। প্রথমত, টিকিটের উচ্চ মূল্য অনেক সাধারণ দর্শকের নাগালের বাইরে। দ্বিতীয়ত, ভারত-পাকিস্তান রাজনৈতিক সম্পর্কের অবনতি ম্যাচের পরিবেশকেও অনেকটাই নিস্তেজ করে তুলেছে।
সম্প্রতি পহেলগাঁও জঙ্গি হামলা এবং তার পরবর্তী ভারতীয় সামরিক প্রতিক্রিয়া দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। এর প্রভাব ক্রিকেটেও পড়েছে। ভারতীয় সাবেক ক্রিকেটার হরভজন সিং সাফ জানিয়েছেন, “যতদিন না দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হচ্ছে, ততদিন মাঠে এই দুই দলের মুখোমুখি হওয়া ঠিক নয়।”
India vs Pakistan : দুবাইয়ে ভারত-পাক মহারণ নিয়ে দিল্লির নীতি অনুসরণ করল BCCI?
এমিরেটস ক্রিকেট বোর্ড (ECB) যদিও টিকিট বিক্রিতে ভাটার কথা অস্বীকার করেছে। জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে ECB-র মুখপাত্র জানিয়েছেন, “টিকিট বিক্রি নিয়ে যেসব দাবি উঠছে, সেগুলোর কোনো ভিত্তি নেই। আমাদের বিক্রির চিত্র যথেষ্ট আশাব্যঞ্জক।” তবুও মাঠে ফাঁকা আসন ও টিকিটের অনলাইন অপ্রতুল চাহিদা এক ভিন্ন বাস্তবতার দিকেই ইঙ্গিত করছে।
উল্লেখযোগ্য যে, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচ একই ভেন্যুতে মাত্র ৪ মিনিটে টিকিট বিক্রি শেষ হয়ে গিয়েছিল। সেই তুলনায় এবার উত্তেজনার ঘাটতি, রাজনৈতিক পটভূমি ও আর্থিক ব্যয় সব মিলিয়ে দর্শকদের অংশগ্রহণে বড় প্রভাব ফেলেছে।
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, “এই ম্যাচটি যতটা না মাঠের, তার চেয়েও বেশি রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে মূল্যায়নযোগ্য হয়ে উঠেছে। টিকিট বিক্রির এই ধস শুধু এক ম্যাচ নয়, উপমহাদেশীয় ক্রিকেট সংস্কৃতির ভবিষ্যত সম্পর্কেও কিছু বার্তা দিচ্ছে।”
শেষ পর্যন্ত ১৪ সেপ্টেম্বর ম্যাচটি মাঠে গড়ালেও, সেই চেনা ‘ভারত-পাকিস্তান উত্তেজনা’ এবার অনেকটাই নিঃশব্দ থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দর্শকদের অভাব, রাজনৈতিক টানাপোড়েন, আর টিকিটের মূল্য। কার্যত সব মিলিয়ে এবারের ভারত-পাকিস্তান ম্যাচ যেন ইতিহাসে এক ব্যতিক্রমী অধ্যায় হয়ে থাকছে।
&nbs
Ind vs Pak match is scheduled on September 14, the ticket sales are alarmingly low and the stadium is yet to be filled.
With several tickets remaining unsold for the India versus Pakistan game, it is reported that the organisers have largely cut down on the prices as well.
— Pooh R (@lolbar) September 13, 2025
India vs Pakistan in Asia Cup 2025 ticket sales drop ACC slash prices amid low demand