ক্রিকেট না রাজনীতি? সুপার ফোরে ভারত-পাক ম্যাচে করমর্দন নিয়ে বিরাট সিদ্ধান্ত!

এশিয়া কাপ (Asia Cup 2025) মানেই ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচে হাইভোল্টেজ উত্তেজনা। বাইশ গজের লড়াইয়ের বাইরেও দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের প্রতিফলন প্রায়শই দেখা যায়…

India vs Pakistan in Asia Cup 2025 handshake controversy ICC instruction no handshke Super Four match

এশিয়া কাপ (Asia Cup 2025) মানেই ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচে হাইভোল্টেজ উত্তেজনা। বাইশ গজের লড়াইয়ের বাইরেও দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের প্রতিফলন প্রায়শই দেখা যায় ক্রিকেট মাঠে। এবারের টুর্নামেন্টেও তার ব্যতিক্রম হয়নি। গ্রুপ পর্বে ভারত ও পাকিস্তানের মধ্যে খেলায় করমর্দন নিয়ে শুরু হওয়া বিতর্ক (Handshake Controversy) ফের জোরাল হয়ে উঠল সুপার ফোরের (Asia Cup Super Four) ম্যাচের আগে। জানা গিয়েছে, আগামী রবিবারের ভারত-পাকিস্তান ম্যাচেও দুই দলের ক্রিকেটারদের করমর্দন করতে দেখা যাবে না।

   

ভারতীয় ক্রিকেটাররা করমর্দন না করায় প্রথমে ক্ষোভ প্রকাশ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরপর বিষয়টি পৌঁছে যায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল () দফতরে। ক্রিকবাজ়ের রিপোর্ট অনুযায়ী, আইসিসির সিইও সংযোগ গুপ্ত এবং পিসিবি চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির মধ্যে একটি বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, পাকিস্তান ক্রিকেটারদের যেন ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে করমর্দনের চেষ্টা না করতে বলা হয়। নির্দেশ পৌঁছে দেওয়া হয় পাক অধিনায়ক সলমন আলি আঘা এবং কোচ মাইক হেসনের কাছেও। পাকিস্তান এই সিদ্ধান্ত মেনে নিয়েছে বলেই খবর। এর মানে, সুপার ফোরের ম্যাচেও দুই দলের ক্রিকেটারদের মধ্যে করমর্দনের কোনও দৃশ্য দেখা যাবে না। মাঠে শুধুই খেলাই হবে, সৌজন্যবোধ থাকবে ‘দূরত্বে’।

ম্যাচ রেফারি বিতর্কে নতুন মোড়

এদিকে করমর্দন বিতর্কের পাশাপাশি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে নিয়েও শুরু হয়েছে নতুন জল্পনা। একটি ভিডিয়ো পোস্টও করে পিসিবি, যেখানে দেখা যায় পাক দলপতি ও কোচের সঙ্গে কথা বলছেন ম্যাচ রেফারি। যদিও ভিডিয়োতে কোনও অডিও ছিল না। ফলে পাইক্রফ্ট আদৌ ক্ষমা চেয়েছেন, না শুধু ব্যাখ্যা দিয়েছেন তা স্পষ্ট নয়।

Advertisements

আইসিসি সূত্র আরও জানায়, “ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। বিশেষ করে এমন একজন অফিসিয়ালের ক্ষেত্রে যাঁর কোনও দোষই নেই।” তারা আরও জানায়, কোনও দেশের চাপে পড়ে ম্যাচ রেফারিকে বদলানো হলে আইসিসি-র নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন উঠবে। এমন সিদ্ধান্ত দৃষ্টান্ত তৈরি করবে যা ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটের বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

পিসিবির প্রস্তাব খারিজ

পিসিবি চেয়েছিল, অন্তত পরবর্তী ম্যাচে রিচি রিচার্ডসনকে ম্যাচ রেফারি করা হোক। কিন্তু আইসিসি সেই প্রস্তাবও খারিজ করে দেয়। স্পষ্ট জানিয়ে দেয়, ম্যাচ রেফারি ঠিক করা আইসিসির নিজস্ব সিদ্ধান্ত এবং তা কোনও দেশের অনুরোধে বদলানো হবে না।

India vs Pakistan in Asia Cup 2025 handshake controversy ICC instruction no handshke Super Four match