Asia Cup 2025 : হ্যান্ডশেক বিতর্কে বিসিসিআইয়ের কড়া জবাব, ICC মানল না পিসিবির অভিযোগ

রবিবার এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ ঘিরে এক নতুন বিতর্কের জন্ম দেয় হ্যান্ডশেক ইস্যু। ম্যাচ শেষে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতীয়…

India vs Pakistan in Asia Cup 2025 high voltage clash stats history to Playing XI

রবিবার এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ ঘিরে এক নতুন বিতর্কের জন্ম দেয় হ্যান্ডশেক ইস্যু। ম্যাচ শেষে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটাররা হাত না মেলানোকে কেন্দ্র করে জলঘোলা শুরু করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট (Andy Pycroft) এবং ভারতীয় দলকে কাঠগড়ায় দাঁড় করিয়ে অভিযোগ জানানো হয় আইসিসির কাছে। যদিও ৪৮ ঘণ্টার মধ্যে বিসিসিআই (BCCI) এবং আইসিসি (ICC) উভয় পক্ষই পিসিবির অভিযোগ কার্যত উড়িয়ে দিয়েছে।

India vs Pakistan Update

   

ভারতীয় বোর্ডের এক শীর্ষ আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে জানান, ক্রিকেটের নিয়ম অনুযায়ী ম্যাচ শেষে হ্যান্ডশেক কোনও বাধ্যতামূলক প্রথা নয়। তিনি বলেন, “ক্রিকেটের নিয়মে খেলা শেষে প্রতিপক্ষের সঙ্গে হাত মেলানোর কোনও বাধ্যবাধকতা নেই। এটা নিছক সৌজন্যবোধের ব্যাপার। সূর্যকুমার যাদবদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা ভিত্তিহীন। আমরা ক্রিকেটারদের পাশে রয়েছি।”

Asia Cup 2025 : ম্যানচেস্টার ডার্বির প্রসঙ্গ তুলে পাকিস্তানকে খোঁচা দিয়ে কি বললেন সৌরভ?

ওই আধিকারিক আরও বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পাকিস্তানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখানো ভারতীয় দলের পক্ষে অস্বাভাবিক। তাঁর কথায়, “যে দেশের সঙ্গে আমাদের সম্পর্ক এতটাই খারাপ, তারা আমাদের প্রতি সদিচ্ছা না দেখিয়ে প্রতিনিয়ত অপপ্রচার চালায়, তাদের সঙ্গে হ্যান্ডশেক করাটাই বরং প্রশ্ন তোলার মতো। সূর্যরা একদম সঠিক কাজ করেছে। আমরা কোনও অপ্রয়োজনীয় সৌজন্যে বিশ্বাস করি না।”

এই বিতর্কে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের ভূমিকাও নিয়ে ক্ষোভ প্রকাশ করে পিসিবি। তাদের অভিযোগ, পাইক্রফ্ট আইসিসির আচরণবিধি এবং এমসিসির নিয়ম ভঙ্গ করেছেন। এমনকি তাঁর অপসারণের দাবিও তোলা হয় পিসিবির পক্ষ থেকে। সোশ্যাল মিডিয়ায় পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি লেখেন, “আইসিসির কাছে আমরা অভিযোগ জানিয়েছি। এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারিকে অবিলম্বে সরিয়ে দেওয়া হোক।”

PCB give statement on why India Cricketers boycott handshake with Pakistan in Asia Cup 2025

Advertisements

তবে আইসিসির তরফে জানানো হয়েছে, ম্যাচ রেফারির ভূমিকায় কোনও গলদ নেই। বরং পাইক্রফ্ট শুধু পাকিস্তান অধিনায়ক সলমন আঘাকে সতর্ক করেছিলেন, যাতে টসের সময় হাত মেলানো নিয়ে কোনও লজ্জাজনক পরিস্থিতি না তৈরি হয়। আইসিসি সূত্রে স্পষ্ট বার্তা, “হ্যান্ডশেক রীতি হলেও কোনও বাধ্যতামূলক নিয়ম নয়। এই বিষয়ে কোনও নিয়মভঙ্গ হয়নি। তাই পিসিবির অভিযোগ গ্রহণযোগ্য নয়।”

India vs Pakistan in Asia Cup 2025 handshake controversy Salman Ali Agha boycott Award Ceremony

পাকিস্তান আরও জানায়, তারা প্রয়োজনে আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ খেলবে না। যদিও ক্রিকেটবিশ্ব এখন পিসিবির এমন অবস্থানকে কৌশলী চাপ সৃষ্টি বলেই দেখছে। বেশিরভাগ বোর্ডই বিষয়টিকে গুরুত্ব না দেওয়ার পক্ষে। একটি শীর্ষ ক্রিকেট ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, ‘আইসিসি পিসিবির দাবি খারিজ করে দিয়েছে। ম্যাচ রেফারির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না।’ তাই এহেন অবস্থায় পাকিস্তান পরবর্তী পদক্ষেপ কী নেয়, সেটাই এখন দেখার বিষয়।

India vs Pakistan in Asia Cup 2025 Handshake controversy BCCI defends players ICC rejects PCB complaint over Andy Pycroft