বৃষ্টির ভ্রূকুটি প্রথম থেকেই ছিল। পাল্লেকেলে শনিবার টস হওয়ায় আগে থেকে শুরু হয়েছিল বৃষ্টি। আবহাওয়া শান্ত হওয়ায় পর হয়েছিল টস, শুরু হয়েছিল ভারত বনাম পাকিস্তানের (India vs Pakistan) এশিয়া কাপের ম্যাচ। ভারতের প্রথম ইনিংসে ব্যাট করতে পারলেও হল না দ্বিতীয় ইনিংসের খেলা। ভাগাভাগি হল পয়েন্ট। পাকিস্তানের মুখে হাসি।
শ্রীলঙ্কার পাল্লেকেলে সকাল থেকে ছিল বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সূর্য অস্ত যাওয়ার পর আকাশে মেঘের ঘনঘটা আরও বাড়বে বলে আবহাওয়া দপ্তর আভাস দিয়েছিল। মিলে গিয়েছে পূর্বাভাস। সন্ধ্যা থেকে শুরু হয় অবিশ্রান্ত বৃষ্টি। শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত বলে ঘোষণা করা হয়। ম্যাচের মীমাংসা না হওয়ায় আইসিসির নিয়ম অনুযায়ী ভারত ও পাকিস্তান পেল এক পয়েন্ট করে।
এশিয়া কাপের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছিল পাকিস্তান। এদিনের ম্যাচ থেকে এক পয়েন্ট পাওয়ার পর পরের পর্বে যাওয়ার টিকিট পাকা করলেন বাবর আজমরা। পাকিস্তানের জন্য অবশ্যই এটা ভালো খবর। অপেক্ষা করতে হবে ভারতকে। পরের পর্বে যাওয়ার জন্য দ্বিতীয় ম্যাচে জিততেই হবে রোহিত শর্মাদের।
এদিনের ম্যাচের শুরুতে বেকায়দায় পড়েছিল ভারত। শাহীন আফ্রিদি, হরিস রউফদের দাপটে বড় রান না করে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ারদের। পাকিস্তান বোলারদের বিরুদ্ধে জবাব দিতে শুরু করেছিলেন ঈশান কিষান এবং হার্দিক পান্ডিয়া। দুজনেই এগোচ্ছিলেন শতরান পাওয়ার দিকে। শেষ পর্যন্ত ঈশানের ইনিংস থেমে যায় ৮২ রানে, পান্ডিয়া করেন ৮৭ রান। ভারতের স্কোর ২৬৬।