শেখ জায়েদ স্টেডিয়ামে (Sheikh Zayed Stadium) এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025) গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারত (India) মুখোমুখি হয়েছিল ওমানের (Oman)। যদিও ম্যাচটি ভারতের (India Cricket News) জন্য কার্যত নিয়মরক্ষার, কারণ তারা ইতিমধ্যেই গ্রুপের শীর্ষে থেকে সুপার ফোরে (Asia Cup Super Four) পৌঁছে গিয়েছে। তবুও ম্যাচ ঘিরে উত্তেজনার কমতি ছিল না। অধিনায়ক সূর্যকুমার যাদ (Surya Kumar Yadav) টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। এদিন টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবার ওমানের মুখোমুখি হয় ভারত (India vs Oman)।
প্রথম বলেই চমক, ওমানের শুরুতেই ধাক্কা দেওয়ার সম্ভাবনা তৈরি করেছিল শাকিল। অভিষেক শর্মা প্রথম বলেই প্রায় আউট হয়ে যেতে বসেছিলেন, কিন্তু ভাগ্যে রক্ষা। যদিও দ্বিতীয় ওভারে শুভমন গিলকে অফস্টাম্প উড়িয়ে দিয়ে ফয়সল ওমানকে এনে দেন গুরুত্বপূর্ণ সাফল্য। ভারতের স্কোর তখন ২ ওভারে মাত্র ৬।
এরপর অভিষেক শর্মা পাল্টা আক্রমণ করে রান তুলতে শুরু করেন। ১৪ বলে ৩৮ রান করে পাওয়ারপ্লেতে ভারতকে ৬০ পৌঁছে দেন। কিন্তু নিজের মেজাজে খেলতে খেলতেই জিতেনের বলে উইকেটকিপারের হাতে ধরা পড়ে যান অভিষেক। যদিও শুরুটা তিনিই জমিয়ে দিয়েছিলেন।
সঞ্জু স্যামসন এবার উঠে আসেন দলের ভরসায়। আগের ম্যাচে ব্যাট করার সুযোগ না পেলেও এদিন তিন নম্বরে নেমে নিজের জাত চিনিয়ে দিলেন। ধীরে শুরু করেও ইনিংস গুছিয়ে ৪৫ বলে ৫৬ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর ব্যাটেই ভারত একসময়ে মাঝারি মানের সংগ্রহের দিকেই এগোতে থাকে।
তবে মাঝখানে হঠাৎ করেই ম্যাচের গতি পাল্টে দেয় পরপর কিছু উইকেট পতন। হার্দিক পান্ডিয়া দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন নন-স্ট্রাইকার প্রান্তে। শিবম দুবে বড় শট খেলতে গিয়ে আউট হন বাউন্ডারির ধারে। অক্ষর প্যাটেল ও তিলক বর্মাও বিশেষ কিছু করতে পারেননি।
সবচেয়ে বড় চমক ছিল অধিনায়ক সূর্যকুমার যাদব নিজে ব্যাট করলেন না। ম্যাচে মূল লক্ষ্য ছিল মিডল অর্ডার ও লোয়ার অর্ডার ব্যাটারদের বেশি সময় দেওয়া। সেই কারণেই অর্ডারে প্রচুর বদল এনে প্রথমেই নামানো হয় সঞ্জুকে, পরে হার্দিক, অক্ষর, শিবম, তিলকদের একে একে পাঠানো হয়। ফলে সূর্যকুমার ও তিলক শেষ পর্যন্ত ব্যাটিংয়ে নামেননি।
শেষ দিকে হর্ষিত রানার ঝড়ো ক্যামিও ভারতকে পৌঁছে দেয় ১৮৮ রানে। ৯ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে এটাই ছিল ভারতের সংগ্রহ। যদিও পিচ মন্থর হওয়ায় রান তুলতে সমস্যা হচ্ছিল। বড় শট খেলা ছিল কষ্টকর। ওমানের স্পিন ও মিডিয়াম পেসাররা বারবার ভারতীয় ব্যাটারদের বিভ্রান্ত করেছেন।
ওমানের বোলিংয়ের প্রশংসা করতেই হয়। নির্দিষ্ট পরিকল্পনা মেনেই বল করেছেন তাঁরা। ফয়সল, শাকিল, জিতেনরা নিয়মিত উইকেট তুলে ভারতীয় ব্যাটিংকে ছন্দ হারাতে বাধ্য করেন। ভারতের হয়ে সেরা পারফর্মার সঞ্জু স্যামসন। অভিষেকের ঝড়ো শুরু, অক্ষর-তিলকের ছোট ক্যামিও মিলিয়ে ভারত লড়াকু স্কোর গড়ে। এখন দেখার, এই রান ওমানের বিরুদ্ধে যথেষ্ট হয় কি না। যদিও ভারতীয় বোলিং লাইনআপ (যেখানে কুলদীপ যাদব, হর্ষিত রানার মতো মুখ রয়েছে) ওমানকে চাপে রাখার জন্য যথেষ্ট বলেই মনে করা হচ্ছে।
পরবর্তী ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে এই ম্যাচের সবচেয়ে বড় প্রাপ্তি। মিডল ও লোয়ার অর্ডারের ব্যাটাররা পর্যাপ্ত সময় পেলেন। সঞ্জুর ফর্মে ফেরা ও অভিষেকের ধারাবাহিক আগ্রাসন ভারতীয় শিবিরে আত্মবিশ্বাস বাড়াবে নিঃসন্দেহে। এখন ওমানের সামনে ১৮৯ রানের বিশাল চ্যালেঞ্জ।
Innings Break!
Sanju Samson’s 56(45) powers #TeamIndia to 188/8 💥
Over to our bowlers 🎯
Updates ▶️ https://t.co/XAsd5MHdx4#INDvOMA | #AsiaCup2025 pic.twitter.com/D8G5pI0Z6M
— BCCI (@BCCI) September 19, 2025