
আবার ওয়ানডে সিরিজ (India vs New Zealand)। আর সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে আগেই সরে দাঁড়িয়েছেন দু’জনেই। টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে এখন শুধুমাত্র একটাই মঞ্চ তাঁদের, ওয়ানডে। তাই যখনই এই ফরম্যাটে সিরিজ আসে, দর্শকদের উত্তেজনার পারদ এমনিতেই চড়ে যায়।
“ভাগ্যে যা লেখা আছে…!” বিশ্বকাপের আগে মনের কথা জানালেন শুভমন
ফর্মের দিক থেকেও দু’জন অনবদ্য। সদ্য দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজের সেরা হয়েছেন বিরাট কোহলি। তার আগে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ সেরা হন রোহিত শর্মা। বোর্ডের নির্দেশিকা মেনে নিউজিল্যান্ড সিরিজের আগে বিজয় হাজারে ট্রফিতে অংশ নিয়ে দু’জনই রানে ফিরেছেন। ফলে গম্ভীর জমানায় তাঁদের ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলা নিয়ে যত জল্পনাই থাকুক, ব্যাট হাতে তাঁরা যে এখনও সমান প্রাসঙ্গিক, তা আবারও প্রমাণ করেছেন।
এই আবহেই রবিবার বরোদায় শুরু হল নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমন গিল। সিরিজের শুরুতেই আক্রমণাত্মক ভাবনায় মাঠে নামে ভারত।
ভারতের একাদশে রয়েছে স্পষ্ট বোলিং-ভারী ছাপ। তিন স্পিনার ও তিন পেসার নিয়ে দল সাজানো হয়েছে। পেস আক্রমণের দায়িত্বে রয়েছেন হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণ ও মহম্মদ সিরাজ। বিশ্রাম দেওয়া হয়েছে আর্শদীপ সিংকে। ব্যাটিংয়ে অবশ্য অভিজ্ঞতার কোনও ঘাটতি রাখেনি টিম ম্যানেজমেন্ট—দলে জায়গা পেয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি, যাঁদের ঘিরেই সিরিজজুড়ে নজর থাকবে।
অন্যদিকে নিউজিল্যান্ড শিবিরেও নতুন মুখের আবির্ভাব। তরুণ লেগস্পিনার আদিত্য আশোক এই ম্যাচের মাধ্যমে ব্ল্যাকক্যাপসের হয়ে ওয়ানডে অভিষেক করছেন। তাঁর সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার দেখা যাবে ক্রিস্টিয়ান ক্লার্ককেও।
এক সপ্তাহের এই সিরিজে ভারতীয় ক্রিকেটের বর্তমান ও ভবিষ্যৎ যেমন পরীক্ষার মুখে পড়বে, তেমনই প্রতিটি ম্যাচে আলাদা করে নজর থাকবে রোহিত–কোহলির দিকে। ওয়ানডে ক্রিকেটে তাঁদের শেষ অধ্যায় কি আরও দীর্ঘ হবে? তার উত্তর হয়তো মিলবে এই সিরিজের প্রতিটি ইনিংসে।
A look at #TeamIndia‘s Playing XI for the 1st ODI 👌👌
Updates ▶️ https://t.co/OcIPHEpvjr#INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/QD3XQXnpTW
— BCCI (@BCCI) January 11, 2026










