আবারও হারলো ভারত! ফাইনালেও কাটল না টস হারের খরা

ক্রিকেটের অন্যতম বড় মঞ্চ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ( ICC Champions Trophy Final) মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড (India vs New Zealand) । কিন্তু ফাইনালেও টস ভাগ্য…

India vs New Zealand Spinners

short-samachar

ক্রিকেটের অন্যতম বড় মঞ্চ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ( ICC Champions Trophy Final) মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড (India vs New Zealand) । কিন্তু ফাইনালেও টস ভাগ্য ভারতের পক্ষে গেল না, কারণ টানা ১৫তম ওয়ানডে ম্যাচে টস হারল ভারত। নিউজিল্যান্ড টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।

   

ভারতীয় দল অপরিবর্তিত থাকলেও একটি বদল ঘটেছে নিউজিল্যান্ডের দলে। ম্যাট হেনরি ছিটকে গেলেন এবং জায়গা পেলেন নাথান স্মিথ।
নিউজিল্যান্ডের জন্য বড় ধাক্কা, কারণ প্রধান পেসার ম্যাট হেনরি ইনজুরির কারণে ফাইনাল থেকে ছিটকে গেছেন। তার বদলে দলে ঢুকেছেন নাথান স্মিথ। দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলাচ্ছেন মিচেল স্যান্টনার।

নিউজিল্যান্ড একাদশ:
উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম লাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, উইলিয়াম ও’রউর্ক, নাথান স্মিথ।

ভারত একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহাম্মদ শামি, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।

ভারত ও নিউজিল্যান্ডের এই হাই-ভোল্টেজ ফাইনাল ম্যাচে কারা বাজিমাত করবে, সেটাই দেখার বিষয়!