রঞ্জিতে ভালো খেলেও মিলছে না সুযোগ! এই তারকাকে নিয়ে ‘সরব’ গম্ভীর

ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে বেশ ভালো ছন্দে ছিলেন তিনি। ব্যাট হাতে তিনটি অর্ধশতকের পর বল হাতেও ইংলিশ ব্যাটারদের ত্রাস হয়ে উঠেছিলেন তামিলনাড়ুর এই অলরাউন্ডার। চলতি…

ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে বেশ ভালো ছন্দে ছিলেন তিনি। ব্যাট হাতে তিনটি অর্ধশতকের পর বল হাতেও ইংলিশ ব্যাটারদের ত্রাস হয়ে উঠেছিলেন তামিলনাড়ুর এই অলরাউন্ডার। চলতি দলীপ ট্রফিতেও বেশ ভালো ছন্দেই ছিলেন ওয়াশিংটন সুন্দর। এছাড়াও সম্প্রতি রঞ্জি ট্রফিতেও তামিলনাড়ুর হয়ে শতরান করেছেন। তারপরেও বাংলাদেশ সিরিজে জায়গা না মেলায় কিছুটা হলেও হতাশ ছিলেন এই তরুণ তারকা। শেষমেশ অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আগামী পুনে টেস্টের আগে ভারতীয় দলের সঙ্গে যুক্ত হয়েছেন ওয়াশিংটন সুন্দর (IND vs NZ 2nd Test Washington Sundar)।

Advertisements

তবে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট ম্যাচের আগে ভারতের হেড কোচ গৌতম গম্ভীর ওয়াশিংটন সুন্দর সম্পর্কে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে,পুণেতে এক প্রেস কনফারেন্সে গম্ভীর জানান যে সুন্দরকে ভারতের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম টেস্ট ম্যাচে তিনি দলে ছিলেন না, তবে এবার তাঁকে সুযোগ দেওয়া হতে পারে।

বিজ্ঞাপন

গতকাল প্রেস কনফারেন্সে গম্ভীর বলেন, “নিউজিল্যান্ডের দলে অনেক বাঁহাতি ব্যাটসম্যান রয়েছেন। তাদের বিরুদ্ধে বল করার জন্য আমাদের একজন বিশেষজ্ঞ বোলারের প্রয়োজন ছিল। আমরা এখনও প্লেয়িং ইলেভেন নির্ধারণ করিনি, তবে সুন্দর আমাদের জন্য একটি ভালো বিকল্প হতে পারেন। আমরা টসের আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”

ভারতীয় দলে ইতিমধ্যেই তিন স্পিনার থাকায়; চতুর্থ স্পিনার হিসেবে দলে যুক্ত হয়ে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেছেন সুন্দর। বেঙ্গালুরু টেস্টে আট উইকেটে ভারতের পরাজয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সুন্দরকে দলে যোগ করা হয়। সম্প্রতি তামিলনাড়ুর হয়ে রঞ্জি ট্রফির ২০২৪-২৫ সিজনে দিল্লির বিপক্ষে তৃতীয় ব্যাটিং পজিশনে নেমে সুন্দর ১৫২ রান করেন। দীর্ঘদিন চোট সমস্যায় ভুগে তিনি তিন বছর পর আবার ভারতীয় দলে ফিরেছেন।

সুন্দর কি পারবেন রোহিত- গম্ভীরের বিশ্বাস জিততে ?
সুন্দর কি পারবেন রোহিত- গম্ভীরের বিশ্বাস জিততে ?

সুন্দরের অন্তর্ভুক্তি নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে, যা মূলত মিডল অর্ডারে ব্যাটিং মজবুত করা অথবা স্পিন বিভাগে পরিবর্তন আনাকে কেন্দ্র করে। তবে সমস্ত জল্পনা উড়িয়ে, পুণেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রাক্কালে ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর জানিয়েছেন যে, সুন্দরকে দলে নেওয়ার সিদ্ধান্ত মূলত প্রতিপক্ষের বাঁহাতি ব্যাটসম্যানদের কথা বিবেচনা করে নেওয়া হয়েছে।

ম্যাচ চলাকালীন গুলিবর্ষণ, ফের লজ্জার মুখে ক্রিস গেইলের শহর

তবে প্রথম টেস্ট ম্যাচে ভারতের হার নিয়ে গম্ভীর বলেন, “আমরা প্রথম টেস্ট ম্যাচে হেরে গেছি, কিন্তু এখন সবকিছু পুনর্বিবেচনা করা হচ্ছে। প্লেয়িং ইলেভেন এখনও নির্ধারণ হয়নি, তবে ওয়াশিংটন সুন্দরকে দলে নেওয়ার সম্ভাবনা রয়েছে। ম্যাচের দিনই চূড়ান্ত দল ঘোষণা করা হবে।” তবে সুন্দর খেললে অবশ্যই জাদেজা বা কুলদীপের্ মধ্যে কেউ একজন ডাগআউটে বসবেন।

বাতিল রাহুল ? ভারতীয় তারকাকে নিয়ে ‘বিস্ফোরক’ গম্ভীর

প্রসঙ্গত উল্লেখ্য যে, ওয়াশিংটন সুন্দর (IND vs NZ 2nd Test Washington Sundar) ভারতের হয়ে এখনও পর্যন্ত ৪টি টেস্ট ম্যাচ খেলেছেন এবং ৬টি উইকেট নিয়েছেন। তার সেরা বোলিং পারফরম্যান্স একটি ইনিংসে ৩ উইকেট নেওয়া। এছাড়া ব্যাট হাতে তিনি ২৬৫ রান করেছেন, যার মধ্যে সর্বোচ্চ স্কোর ৯৬*। সুন্দর ২২টি ওয়ানডে ম্যাচেও ভারতের প্রতিনিধিত্ব করেছেন, যেখানে তিনি ২৩টি উইকেট নিয়েছেন।