ওয়ানডে সিরিজে পরাজয়ের হতাশা কাটিয়ে উঠতে বুধবার থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছে ভারতীয় ক্রিকেট দল (India vs New Zealand)। নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে প্রথম ম্যাচ দিয়েই শুরু হবে এই লড়াই। ওডিআই সিরিজে ২-১ ব্যবধানে হারের পর এই সিরিজকে কোনওভাবেই হালকাভাবে নিতে নারাজ গম্ভীর বাহিনী। বরং টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছে এই সিরিজকে।
ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে নাটক অব্যাহত, ‘নিরাপদ’ বোধ করছেন না লিটন
ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড ভারতের মাটিতে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। বিশেষ করে শেষ ম্যাচে ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপসের ২১৯ রানের বিশাল জুটি ভারতীয় বোলিং আক্রমণের দুর্বলতা স্পষ্ট করে দেয়। মিচেল পুরো সিরিজ জুড়ে দুরন্ত ফর্মে ছিলেন। যদিও তৃতীয় ওডিআইয়ে বিরাট কোহলির অনবদ্য শতরান লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল, তবে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেনি।
এই পরিস্থিতিতে টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোই ভারতের প্রধান লক্ষ্য। তবে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে দল। চোটের কারণে এশিয়া কাপ ২০২৫ দুর্দান্ত পারফরম্যান্স করা তিলক বর্মা প্রথম তিনটি টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না। তাঁর পরিবর্ত হিসেবে দলে নেওয়া হয়েছে ইশান ও শ্রেয়স আইয়ারকে।
অধিনায়ক সূর্যকুমার যাদব ইতিমধ্যেই নিশ্চিত করেছেন, প্রথম টি-টোয়েন্টিতে তিন নম্বরে ব্যাট করবেন ইশান কিশান। ফলে দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ফেরা ইশানের জন্য বড় সুযোগ। বিশ্বকাপের কথা মাথায় রেখে তাঁকে নিয়মিত ম্যাচ প্র্যাকটিস দেওয়ার দিকেই ঝুঁকছে টিম ম্যানেজমেন্ট। এই সিদ্ধান্তে প্রথম একাদশে জায়গা পাওয়া কঠিন হয়ে পড়ছে শ্রেয়স আইয়ারের।
ব্যাটিং অর্ডারে ওপেনিংয়ে নিশ্চিতভাবেই দেখা যাবে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনকে। মিডল অর্ডারে সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল দলের ভারসাম্য রক্ষা করবেন। ফিনিশারের ভূমিকায় থাকবেন শিবম দুবে ও রিঙ্কু সিং।
বোলিং বিভাগেও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে ভারত। দুই বিশেষজ্ঞ পেসার ও এক বিশেষজ্ঞ স্পিনার নিয়ে মাঠে নামার সম্ভাবনাই বেশি। সেই কারণে প্রথম ম্যাচে কুলদীপ যাদবের পরিবর্তে সুযোগ পেতে পারেন বরুণ চক্রবর্তী। পেস আক্রমণের মূল ভরসা থাকবেন জসপ্রীত বুমরাহ ও অর্শদীপ সিং, সঙ্গে হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড অবদান।
অন্যদিকে, নিউজিল্যান্ড এই সিরিজকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে। ভারত ও শ্রীলঙ্কার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে তারা শক্তিশালী একাদশ নামাতে পারে বলেই মনে করা হচ্ছে।
প্রথম টি-টোয়েন্টিতে ভারতের সম্ভাব্য একাদশ:
সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, ইশান কিশান, সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, শিবম দুবে, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।
