India vs Afghanistan: টিভিতে কোথায় দেখা যাবে ভারত-আফগানিস্তান ম্যাচ? জানুন

india vs afghanistan football match

একটা দিন। তারপর বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে অ্যাওয়ে ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারতীয় ফুটবল দল (India vs Afghanistan)। গত এশিয়ান কাপে ধরাশায়ী হওয়ার পর এবার এই টুর্নামেন্টের দিকেই নজর দেশের ফুটবলপ্রেমীদের। সেই মর্মে গত কয়েকদিন আগেই ফুটবলারদের তালিকা ঘোষনা করেছিলেন ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ।

যেখানে কলকাতা ময়দানে দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপারজায়ান্টস দলের পাশাপাশি আইএসএলের অধিকাংশ দল থেকেই বাছাই করে নেওয়া হয় ফুটবলারদের। এখন সেখান থেকেই ফুটবলারদের চূড়ান্ত করে অনুশীলন করাচ্ছেন দলের কোচ ইগর স্টিমাচ।

   

এবার অধিনায়ক সুনীল ছেত্রীর উপর ভরসা করে দলের ফরোয়ার্ড লাইন সাজানো হলেও লালিয়ানজুয়ালা ছাংতে থেকে শুরু করে বিক্রম প্রতাপ সিং ও মনবীর সিংয়ের মতো ফুটবলারদের দিকে ও নজর থাকবে সকলের। তবে এই ম্যাচ যে খুব একটা সহজ হবার নয়, সেকথা আগেই জানিয়ে দিয়েছেন ছেত্রী।

আসলে তার কথায়, গত এক দশক ধরে ভারতের পাশাপাশি এই প্রতিবেশী দেশের ফুটবল দলও যথেষ্ট উন্নতি করার চেষ্টা করছে। এক্ষেত্রে তাদের দলের ফুটবলারদের বিদেশে খেলার অভিজ্ঞতা উন্নতির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে ভারতীয় দলের লড়াইয়ের দিকে নজর থাকবে সকলের।

কিন্তু প্রশ্ন ছিল কোথায় দেখা যাবে এই ফুটবল ম্যাচ? তবে শুধু অনলাইন সাইট নয়। টিভিতে এই যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ সম্প্রচার করবে ডিডি স্পোর্টস চ্যানেল। যা নিঃসন্দেহে খুশির খবর দেশের ফুটবলপ্রেমীদের জন্য।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন