সূচি অনুযায়ী আজ এশিয়ান কাপ কোয়ালিফায়ারের তৃতীয় ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় ফুটবল দল (India U23 Football)। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ব্রুনেইয়ের অনূর্ধ্ব ২৩ দল। ইতিমধ্যেই শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ। সেই অনুযায়ী আপাতত ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে নৌসাদ মুসার ব্লু-টাইগার্স। দলের হয়ে ইতিমধ্যেই জোড়া গোল পেয়েছেন ভিবিন মোহানন। এছাড়াও একটি গোল করেছেন আয়ূষ ছেত্রী। সেই নিয়ে যথেষ্ট খুশি ভারতীয় ফুটবল সমর্থকরা। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে দ্বিতীয়ার্ধের খেলা। সেখানে ব্যবধান আরও বাড়িয়ে নেওয়াই এখন অন্যতম লক্ষ্য তাঁদের কাছে।
বলাবাহুল্য, গত কয়েকদিন আগেই শক্তিশালী কাতার দলের বিপক্ষে খেলতে নেমেছিল ভারতের যুব দল। হাড্ডাহাড্ডি লড়াই করে ও সেই ম্যাচে জয় ছিনিয়ে নেওয়া সম্ভব হয়নি তাঁদের পক্ষে। এই হতাশা কাটিয়ে তৃতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন মুহম্মদ সাননরা। সেইমতো আজ প্রথম থেকেই যথেষ্ট দাপটের সাথে খেলতে দেখা যায় ভারতীয় দলের ফুটবলারদের। প্রথম থেকেই তাঁদের আক্রমণাত্মক মনোভাব যথেষ্ট চাপে ফেলে দিতে শুরু করেছিল প্রতিপক্ষ ফুটবলারদের। যারফলে গোল তুলে নিতে খুব একটা সমস্যা পোহাতে হয়নি শ্রী কুত্তণ এমএসদের।
ম্যাচের মাত্র ৪ মিনিটের মাথায় প্রথম গোল করে দলকে এগিয়ে দেন ভিবিন। শুরুর দিকে এই গোল হজম নিঃসন্দেহে চাপে ফেলে দিয়েছিল প্রতিপক্ষ দলকে। তবে সেই ধাক্কা কাটিয়ে ওঠার কিছু সময়ের মধ্যেই নিজেদের দ্বিতীয় গোল তুলে নেয় ব্লু-টাইগার্স। মাত্র তিন মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোল করে যান সেই ভিবিন। তারপর থেকেই যথেষ্ট রক্ষণাত্মক মেজাজে খেলতে দেখা যায় ব্রুনেই ফুটবলারদের। অপরদিকে সুযোগ বুঝেই চাপ বাড়িয়ে ব্যবধান আরও বাড়িয়ে নিতে তৎপর হয়ে ওঠে ভারত। এক্ষেত্রে ব্লু-টাইগার্সদের বেশ কিছুক্ষণ আটকে রাখা সম্ভব হলেও সেটা বজায় থাকেনি প্রথমার্ধের শেষের দিকে।
প্রথমার্ধের ৪১ মিনিটের মাথায় ভারতকে তৃতীয় গোল এনে দেন আয়ূষ। পঁয়তাল্লিশ মিনিটের পর অতিরিক্ত চার মিনিট সময় সংযুক্ত করেছিলেন ম্যাচ রেফারি তবে বদল হয়নি ফলাফল।