HomeSports Newsপ্যারিসের পরবর্তী গন্তব্য নয়াদিল্লি! বিশ্ব ব্যাডমিন্টনের আসর কবে বসছে ভারতে?

প্যারিসের পরবর্তী গন্তব্য নয়াদিল্লি! বিশ্ব ব্যাডমিন্টনের আসর কবে বসছে ভারতে?

- Advertisement -

ভারতের ক্রীড়ামোদীদের জন্য সুখবর। ২০২৬ সালে আবারও ভারতের (India) মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে ব্যাডমিন্টনের সবচেয়ে মর্যাদাসম্পন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতা, ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ (2026 BWF Wolrd Badminton Championship)। সোমবার ব্যাডমিন্টনের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (BWF) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, ২০২৬ সালের আগস্ট মাসে ভারতের রাজধানী নয়াদিল্লিতে (New Delhi) বসবে এই প্রতিযোগিতার আসর।

এশিয়া কাপের আগে আচমকা অবসর ঘোষণা করে চমকে দিলেন কোহলির সতীর্থ

   

এই চ্যাম্পিয়নশিপ শেষবার ভারতে অনুষ্ঠিত হয়েছিল ২০০৯ সালে হায়দরাবাদে। দীর্ঘ ১৭ বছর পর ফের ভারত এই মেগা ইভেন্ট আয়োজনের সুযোগ পাচ্ছে, নিঃসন্দেহে দেশের ক্রীড়াক্ষেত্রে এক বড় প্রাপ্তি। প্যারিসে অনুষ্ঠিত এবারের ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সমাপ্তি অনুষ্ঠানে BWF প্রেসিডেন্ট খুনিয়িং পাতামা লিস্বাদত্রাকুল এবং ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার (BAI) সাধারণ সম্পাদক সঞ্জয় মিশ্র উপস্থিত ছিলেন। সেখানেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়, পরবর্তী বিশ্ব চ্যাম্পিয়নশিপের আয়োজক দেশ ভারত।

সঞ্জয় মিশ্র জানান, “ভারত এই প্রতিযোগিতার আয়োজন নিখুঁতভাবে সম্পন্ন করতে প্রস্তুত। প্যারিসে যেভাবে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, ঠিক সেই মান ও গরিমা বজায় রেখেই ভারত আয়োজন করবে। দিল্লিতে বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের স্বাগত জানাতে আমরা প্রস্তুত।”

Indian Shuttler PV Sindhu & H.S. Prannoy secured a brilliant win in First Round of World Badminton Championship 2025

বিশেষজ্ঞদের মতে, এই মেগা ইভেন্ট শুধুমাত্র খেলাধুলার উন্নতি নয়, বরং ভারতের ক্রীড়া পরিকাঠামো, পর্যটন ও আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দিল্লির মতো শহর এই ধরনের আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের জন্য একদিকে যেমন উপযুক্ত পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা রাখে, তেমনই রয়েছে অভিজ্ঞতা ও আয়োজনের দক্ষতা।

২০২৬ সালে দিল্লির মাটি যে বিশ্ব ব্যাডমিন্টনের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে, তা বলাই বাহুল্য। ভারতীয় ব্যাডমিন্টনপ্রেমীদের কাছে এক দুর্লভ অভিজ্ঞতা হতে চলেছে। দেশের মাটিতে বিশ্বসেরা খেলোয়াড়দের পারফরম্যান্স উপভোগ করার সুযোগ মিলবে।

India to host 2026 BWF Wolrd Badminton Championship in New Delhi after 17 years

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular