India vs Pakistan: এবার ফুটবলে পাকিস্তানের মুখোমুখি ভারত, কবে ম্যাচ?

বহু প্রতিক্ষার অবসান ঘটিয়ে এবার প্রকাশিত হল সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সময় নির্ঘন্ট। সেই অনুসারে আগামী মাসের ২১ তারিখ থেকে বেঙ্গালুরুর কান্তিরাভা ফুটবল স্টেডিয়ামে শুরু হতে চলেছে এবারের সাফ টুর্নামেন্ট।

india vs pakistan

বহু প্রতিক্ষার অবসান ঘটিয়ে এবার প্রকাশিত হল সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সময় নির্ঘন্ট। সেই অনুসারে আগামী মাসের ২১ তারিখ থেকে বেঙ্গালুরুর কান্তিরাভা ফুটবল স্টেডিয়ামে শুরু হতে চলেছে এবারের সাফ টুর্নামেন্ট। যেখানে প্রথম ম্যাচের ভারতের প্রতিবেশী দেশ নেপাল খেলতে শক্তিশালী কুয়েত এফসির বিপক্ষে।

Advertisements

তবে সেই প্রথম ম্যাচের থেকে ও দ্বিতীয় ম্যাচ নিয়ে আগ্ৰহ অনেকটাই বেশি সকলের। আসলে সেই একই দিনেই সন্ধ্যা ৭ টা বেজে ৩০ মিনিট নাগাদ মুখোমুখি হবে দুই হেভিওয়েট। একদিকে ভারত অন্যদিকে পাকিস্তান। সেই ম্যাচ দেখার জন্যই মুখিয়ে সবাই। আসলে, ক্রিকেট হোক কিংবা ফুটবল। পাকিস্তান বিপক্ষে ভারত খেলতে নামলে তা সর্বদাই এক আলাদা মাত্রা লাভ করে। সেজন্য এমন টানটান উত্তেজনা পূর্ন ম্যাচ উপভোগ করার অপেক্ষায় সকলে। তারপরে দিন দুয়েক বিশ্রাম নিয়ে আগামী ২৪ জুন নেপালের বিপক্ষে খেলতে নামবে সুনীল ব্রিগেড।

Advertisements

তারপর আগামী ২৭ জুন সন্ধ্যার দিকে কুয়েত এফসির মুখোমুখি হতে হবে ইশান-গুরপ্রীতদের। তারপরে পরিসংখ্যান অনুযায়ী গ্রুপের প্রথম দুই দেশ উঠে যাবে সেমিফাইনাল রাউন্ডে। তারপর সেখান থেকে দুই বিজয়ী দল আগামী ৪ঠা জুলাই নিজেদের মধ্যে ফাইনালে খেলতে নামবে। বলাবাহুল্য, এখন এই টুর্নামেন্টের দিকেই নজর সকলের।