ক্যারিবিয়ানদের বিপক্ষে অলরাউন্ডারের ভিড়ে কোণঠাসা তারকা স্পিনার

ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ঘোষিত ভারতীয় স্কোয়াড (India Team) ঘিরে চর্চার কেন্দ্রে এখন কুলদীপ যাদব (Kuldeep Yadav)।…

India Team Spinner Kuldeep Yadav against West Indies Test selection doubt amid all rounders dominance

ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ঘোষিত ভারতীয় স্কোয়াড (India Team) ঘিরে চর্চার কেন্দ্রে এখন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। একদিকে স্পিনার অলরাউন্ডারে (All Rounder) ভরপুর দল, অন্যদিকে একমাত্র চায়নাম্যান স্পিনারের ভবিষ্যৎ। দুইয়ের মাঝে ব্যাটে-বলে চলছে বিশ্লেষণ (India Cricket News)। তাহলে প্রশ্নটা একটাই, কুলদীপ যাদব কি আদৌ প্রথম একাদশে জায়গা পাবেন? (Bengali Sports News)

সিরিজের জন্য দলে সুযোগ পেয়েছেন তিনজন স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর। এই তিনজনের ব্যাটিং দক্ষতা ছাড়াও স্পিনে অবদান অনস্বীকার্য। অপরদিকে, কুলদীপ যাদব একজন পিওর উইকেটটেকার হলেও ব্যাটে অবদান রাখতে পারেন না বললেই চলে। ফলে প্রথম একাদশে তাঁর ঠাঁই পাওয়া নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

   

প্রথম একাদশে ব্যাটিং গভীরতা রাখতে চাইলে স্পিন অলরাউন্ডারদের দিকেই ঝুঁকবে টিম ম্যানেজমেন্ট। এই পরিস্থিতিতে কুলদীপ চতুর্থ স্পিনার হিসেবে হয়তো স্কোয়াডে থাকবেন, কিন্তু মাঠে নামার সম্ভাবনা ক্ষীণ।

তবে পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। দেশের হয়ে ১৩টি টেস্টে কুলদীপের উইকেট সংখ্যা ৫৬। গড় মাত্র ২২.১৬। সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০২৪ সালে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে। উইকেটের জন্য যে ধরনের বৈচিত্র্য কুলদীপ দিতে পারেন, তা অন্য কারও পক্ষে সম্ভব নয়। তবুও বারবার উপেক্ষিত তিনি।

দলের বাকি কম্বিনেশনেও একাধিক প্রশ্ন। অধিনায়ক শুভমন গিলের অধীনে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ জাদেজা। পন্থ এখনও ফিট না হওয়ায় উইকেটরক্ষার দায়িত্বে থাকছেন ধ্রুব জুরেল, রিজার্ভ কিপার নারায়ণ জগদীশন।

তবে মিডল অর্ডারে করুণ নায়ারকে বাদ দিয়ে সুযোগ পেয়েছেন দেবদত্ত পাড়িক্কল। আবার চমক হিসেবে দলে ফিরে এসেছেন নীতীশ কুমার রেড্ডি। নির্বাচকরা মনে করছেন, মিডল অর্ডারে করুণের জায়গায় দেবদত্ত এখন উপযুক্ত। তবে এই যুক্তি নিয়েও প্রশ্ন উঠেছে, তাহলে সাই সুদর্শনকে ফের সুযোগ দেওয়া হল কোন ভিত্তিতে?

Advertisements

পেস বিভাগেও বড় চ্যালেঞ্জ। প্রথম একাদশে যদি একজন স্পেশালিস্ট পেসার খেলানো হয়, তবে নীতীশের মতো তরুণ অলরাউন্ডার কি জায়গা পাবেন? আর যদি নীতীশ খেলেন, তাহলে চারজন স্পিনারের একজনকে বসতেই হবে। সব মিলিয়ে ভারতীয় দল এখন এক জটিল সমীকরণের মাঝে। অভিজ্ঞতা, ফর্ম, ভারসাম্য সব দিক মাথায় রেখে প্রথম একাদশ বেছে নিতে হচ্ছে নির্বাচকদের। তবে এটা স্পষ্ট, কুলদীপ যাদবকে নিয়ে সিদ্ধান্তই হয়তো হয়ে উঠবে গৌতম গম্ভীর এবং শুভমন গিলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

India Team Spinner Kuldeep Yadav against West Indies Test selection doubt amid all rounders dominance

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News