ভাই-বোনের দাপটে দাবায় জোড়া সোনা জিতে ‘ইতিহাস’ ভারতের

দুবছর আগে দেশের মাটিতে যা করতে পারেননি, দুবছর বিদেশের মাটিতে সেই ফল করে ইতিহাস গড়লেন ভারতীয় দাবাড়ুরা। আজ প্রথমবার বিশ্ব দাবা অলিম্পিয়াড থেকে পুরুষ ও…

India Shines with Two Gold Wins at Chess Olympiad 2024

দুবছর আগে দেশের মাটিতে যা করতে পারেননি, দুবছর বিদেশের মাটিতে সেই ফল করে ইতিহাস গড়লেন ভারতীয় দাবাড়ুরা। আজ প্রথমবার বিশ্ব দাবা অলিম্পিয়াড থেকে পুরুষ ও মহিলা বিভাগে জোড়া সোনা জিতেছে ভারত। সৌজন্যে দুই বিখ্যাত ভারতীয় দাবাড়ু ভাইবোন জুটি রমেশবাবু প্রজ্ঞানন্দ-আর রমেশবাবু বৈশালী। আজ বিকালে হাঙ্গেরির বুদাপেস্টে শেষ রাউন্ডে স্লোভেনিয়াকে হারিয়ে পুরুষদের বিভাগে সোনা জেতেন প্রজ্ঞানন্দরা। অন্যদিকে প্রথমবার আজারবাইজানকে হারিয়ে স্বর্ণপদক পকেটে পোড়েন বৈশালীরা। তবে পুরুষদের থেকে দ্রুততার বিচারে এদিন অলিম্পিয়াডে (Chess Olympiad) এগিয়ে ছিলেন মহিলা দাবাড়ুরাই।

২০২২ সালে ভারতের মাটিতে বসেছিল দাবা অলিম্পিয়াডের আসর। সেবারে দলে বেশ কিছু ভালো দাবাড়ু থাকলেও তৃতীয় স্থানে শেষ করে ভারত। সেবছর ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল বিশ্বনাথন আনন্দের দেশকে। তবে এবারে হাঙ্গেরিতে ভারতের পুরুষ দলে ছিলেন ডি গুকেশ, রমেশবাবু প্রজ্ঞানন্দ, অর্জুন এরিগাইসি, পেন্তালা হরিকৃষ্ণ। যার মধ্যে গুকেশ, প্রজ্ঞানন্দ এবং অর্জুন বিশ্ব ক্রমতালিকায় প্রথম কুড়ির মধ্যে রয়েছেন। অন্যদিকে মহিলাদের দলে ছিলেন রমেশবাবু বৈশালী, হরিকা দ্রোনাওয়ালি, দিব্যা দেশমুখ, তানিয়া সচদেব।

   

বোলিং ছেড়ে ব্যাটিং! কেন ব্যাটের স্পনসর খুঁজছেন বুমরা ?

গতকাল পুরুষদের প্রতিযোগিতার প্রথম আট রাউন্ড জেতে ভারত। প্রথম পাঁচ রাউন্ডে দুর্দান্ত পারফরম্যান্স করেন গুকেশ এবং অর্জুন। পরের রাউন্ডে উজবেকিস্তানের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ড্র করেন ভারতীয় দাবাড়ুরা। এইসময় নিজের খেল দেখান রমেশবাবু প্রজ্ঞানন্দ।উজবেকিস্তানীয় প্রতিপক্ষ ওমনাভাকে নিজের বুদ্ধিবলে ১৩টি চালের মধ্যেই বাজিমাত করেন তামিলনাড়ুর এই দাবাড়ু। দশম রাউন্ডে ফের  আমেরিকাকে হারান গুকেশরা। এরপর শেষ রাউন্ডে স্লোভেনিয়াকে হারিয়ে সোনা জেতেন প্রজ্ঞানন্দরা।

পুরুষদদের পাশাপাশি প্রথমবারের জন্য কোনো অলিম্পিয়াডে (Chess Olympiad) সোনা জিতলেন ভারতের মহিলা দাবাড়ুরা। আজ পুরুষদের আগেই খেতাব জিতে নেন বৈশালী-তানিয়ারা। এদিন দশম রাউন্ডে প্রতিবেশী চিনকে হারান মহিলা দাবাড়ুরা। এছাড়াও শেষ  রাউন্ডে খেতাবি লড়াইয়ে বৈশালীদের প্রতিপক্ষ ছিল আজারবাইজান। সেখানে বিশাল ব্যবধানে জেতেন ভারতের মহিলারা। রবিবার এই জয়ের সাথে ইতিহাস গড়লো ভারত। এই প্রথমবার দাবার কোনো টুর্নামেন্ট থেকে জোড়া সোনা এল ভারতের ঝুলিতে।