অবশেষে এশিয়ান গেমসের (Hangzhou Asian Games) পরের রাউন্ডে ভারতীয় ফুটবল দল। শুরুটা খুব একটা ভালো না হলেও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দলকে হারিয়ে নিজেদের পুরোনো ছন্দে ফিরেছিল ব্লু টাইগার্সরা। যারফলে, নতুন করে আশার আলো দেখতে শুরু করেছিল দেশের আপামর ফুটবল ফুটবলপ্রেমী মানুষ।
নির্ধারিত সূচি অনুযায়ী আজ গ্রুপ লিগের শেষ ম্যাচে মায়ানমারের মুখোমুখি হয়েছিল ভারতীয় ফুটবল দল। পরিসংখ্যান অনুযায়ী আজ প্রতিপক্ষের বিরুদ্ধে ড্র করলেই শেষ ১৬ পাকা ছিল ব্লু টাইগার্সদের। সেটাই হল এবার। নির্ধারিত সময়ের শেষে ১-১ গোলে ম্যাচ শেষ করল সুনীলরা। যারফলে, অনায়াসেই পরের রাউন্ডে চলে গেল লালচুংনুঙ্গারা।
উল্লেখ্য, আজ ম্যাচের শুরু থেকেই জোর কদমে আক্রমণ শানাতে শুরু করেছিল ইগর স্টিমাচের ছেলেরা। যা সামলাতে গিয়ে কার্যত নাজেহাল পরিস্থিতি দেখা দেয় মায়ানমার দলের। ম্যাচের ঠিক ২৩ মিনিটের মাথায় নিজেদের গোল বক্সে ফাউল করে বসে মায়ানমারের ফুটবলাররা। সেখান থেকেই পেনাল্টি পেয়ে যায় ভারত। সুযোগ বুঝে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী। ফলাফল গিয়ে দাঁড়ায় ১-০ গোল। প্রথমার্ধের শেষে এই ব্যবধানেই এগিয়ে থাকে স্টিমাচ ব্রিগেড। তবে দ্বিতীয়ার্ধ থেকে চাপ বাড়াতে থাকে মায়ানমার ফুটবল দল।
যারফলে, ম্যাচের ঠিক ৭৪ মিনিটের মাথায় ভারতীয় ডিফেন্ডারদের ভুলে গোলের সুযোগ চলে আসে মায়নমারের কাছে। সেখান থেকেই গোল করে দলকে সমতায় আনেন ইয়ান কাও। ফলাফল গিয়ে দাঁড়ায় ১-১ গোল। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ের ও এই ফলাফল নিয়েই শেষ হয় আজকের ম্যাচ। যারফলে, এবার শেষ ষোলোর লড়াই লড়বে সুনীলরা।