ঝোড়ো ব্যাটার থেকে কোচের দায়িত্বে! ফিরল ১৮ বছর আগের স্মৃতি

India reach Asia Cup 2025 Final by beat Bangladesh on Same date as 2007 T20 World Cup Win beat Pakistan

২৪ সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেটের (India Cricket News) ইতিহাসে এক স্মরণীয় দিন। ঠিক ১৮ বছর আগে, এই দিনেই প্রথমবারের মতো অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) জিতেছিল ভারত (India)। সেবার ফাইনালে পাকিস্তানকে (Pakistan) হারিয়ে বিশ্বজয়ের স্বাদ পেয়েছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দল (Bengali Sports News)। আর ২০২৫ সালে, সেই একই দিনে এশিয়া কাপের (Asia Cup 2025) ফাইনালে জায়গা করে নিল সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন ভারত। কিন্তু এবার প্রতিপক্ষ ছিল আরেক প্রতিবেশী বাংলাদেশ (Bangladesh)।

Advertisements

২০০৭ সালের সেই ঐতিহাসিক দিন, ক্রিকেটপ্রেমীদের মনের পাতায় আজও অমলিন। সেদিন ধোনির অধিনায়কত্বে গৌতম গম্ভীরের দাপুটে ইনিংস ও জোগিন্দর শর্মার নাটকীয় শেষ ওভারে ভারত জয় ছিনিয়ে নেয় পাকিস্তানের কাছ থেকে। ভারতীয় দলে তখন ছিলেন যুবরাজ সিং, ইরফান পাঠান, হরভজন সিংয়ের মতো চেনা মুখ। আর আজ, সেই দলেরই এক অবিচ্ছেদ্য অংশ গৌতম গম্ভীর। কোচ হয়ে ডাগআউটে দাঁড়িয়ে দেখলেন নতুন প্রজন্মের জয়ের ধারা।

এদিন এশিয়া কাপ ২০২৫ সুপার ফোর পর্বে বাংলাদেশের মুখোমুখি হয় ভারত। ওপেনিংয়ে নেমে অভিষেক শর্মা তুলে ধরেন নিজের জাত। পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলার পর, বাংলাদেশের বিরুদ্ধেও ৩৭ বলে ৭৫ রানের ইনিংস খেলে দলকে এনে দেন দারুণ শুরু।

ভারত পাওয়ার প্লেতে তুলে নেয় ৭২ রান, এবারের আসরের সর্বোচ্চ। যদিও অভিষেক রান আউট হয়ে যান মুস্তাফিজুর রহমানের সরাসরি থ্রোতে। এরপর ধস নামে ভারতের ব্যাটিংয়ে। শুভমন গিল (২৯), সূর্যকুমার যাদব (৫), তিলক বর্মা (৫), শিবম দুবে (২) সবাই ব্যর্থ। হার্দিক পাণ্ডিয়া শেষ দিকে ৩৮ রানের ইনিংস খেললেও, ভারত থামে ১৬৮ রানে।

১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। বুমরাহ ফিরিয়ে দেন তানজিদ হাসানকে। এরপর কুলদীপ যাদবের ঘূর্ণিতে ভেঙে পড়ে মিডল অর্ডার। একমাত্র সইফ হাসান (৬৯) কিছুটা লড়াই করলেও, বাকিরা দাঁড়াতেই পারেননি। শামিম, হৃদয়, রিশাদ, জাকেররা একে একে প্যাভিলিয়নে ফিরে গেলে বাংলাদেশের ইনিংস থামে মাত্র ১২৭ রানে।

Advertisements

ভারতের হয়ে কুলদীপ ৩টি, বুমরাহ ও বরুণ ২টি করে এবং অক্ষর প্যাটেল ১টি উইকেট নেন। যদিও ম্যাচে ভারতের একাধিক ক্যাচ মিস কিছুটা উদ্বেগ বাড়ায়, তবু জয় নিশ্চিত হয় ৪১ রানে।

১৮ বছর আগের সেই বিশ্বজয়ী দলের অন্যতম নায়ক গম্ভীর আজ কোচ হিসেবে দেখলেন ভারতীয় ক্রিকেটের নতুন অধ্যায় রচিত হতে। তখন তিনিই ছিলেন ফাইনালের সর্বোচ্চ রান সংগ্রাহক, আর আজ তাঁর ছায়ায় বেড়ে ওঠা অভিষেক শর্মা খেললেন ম্যাচের সেরা ইনিংস। ধোনির নেতৃত্বে যেখানে সূচনা হয়েছিল ভারতের টি-টোয়েন্টি যুগের। সেখানে সূর্যকুমারের নেতৃত্বে এশিয়া কাপ ফাইনালে পৌঁছনো এক নতুন যুগের প্রতিচ্ছবি।

India reach Asia Cup 2025 Final by beat Bangladesh on Same date as 2007 T20 World Cup Win beat Pakistan