Women’s World Cup: নিউজিল্যান্ডে মহিলাদের বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান

কিছুদিন আগেই টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে পর্যুদস্ত হতে হয়েছে বিরাট কোহলিদের। এবার আরও একবার আইসিসি ইভেন্টে চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানের মুখোসুখি হতে চলেছে ভারত।তবে এবার রোহিতরা…

India-Pakistan to face in Women's World Cup in New Zealand

কিছুদিন আগেই টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে পর্যুদস্ত হতে হয়েছে বিরাট কোহলিদের। এবার আরও একবার আইসিসি ইভেন্টে চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানের মুখোসুখি হতে চলেছে ভারত।তবে এবার রোহিতরা নন খেলতে নামবেন মিতালি রাজরা। নিউজিল্যান্ডে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (World Cup) ভারতের প্রথম ম্যাচ রবিবার। প্রথম ম্যাচেই তাঁরা খেলতে নামবেন পাকিস্তানের বিরুদ্ধে।

মহিলাদের ক্রিকেটে একদিনের ম্যাচে পাকিস্তানের কাছে কখনো হারেনি ভারত। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস না নিয়ে সতর্ক থেকেই প্রতিবেশী দেশের বিরুদ্ধে খেলতে নামবেন তাঁরা এমন বার্তাই দিচ্ছেন অধিনায়ক মিতালি। চূড়ান্ত প্রস্ততি পর্বের পর মিতালি এদিন জানান প্রথম ম্যাচ জিতে টুর্নামেন্টে গতি বাড়িয়ে নিতে চান তাঁরা।

বিশ্বকাপ শুরুর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খুব একটা ভাল যায়নি ভারতের। ৫ ম্যাচের একদিনের সিরিজে প্রথম ৪টেই হেরেছে ভারত। আর একমাত্র টি টোয়েন্টি ম্যাচেও জয় পেয়েছে নিউজিল্যান্ড। তবে বিশ্বকাপের আগে প্রস্ততি ম্যাচে জয় পেয়েছেন রিচা ঘোষরা। ম্যাচের আগের দিন অধিনায়ক মিতালি রাজ জানান শুধু পাকিস্তান নয় বিশ্বকাপে অংশগ্রহণকারী কোনো দলকেই হালকা ভাবে নিচ্ছে না কংগ্রেস। শুরু থেকেই আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামবে ভারত।

Advertisements

দলের প্রত্যেক খেলোয়াড়ের আলাদা রোল থাকবে বলে এদিন জানিয়েছেন অধিনায়ক। এছাড়া হরমনপ্রীত কৌরের রানে ফেরা নিয়েও খুশি দেখিয়েছে মিতালিকে। এর পাশাপাশি ঝুলন গোস্বামীর দলে থাকাটা তাদের আত্মবিশ্বাস বাড়াবে বলে জানিয়েছেন তিনি। এর আগে ২০১৭ সালের মহিলা বিশ্বকাপে ফাইনালে গিয়ে হারতে হয়েছিল ভারতীয় দলকে।এবার আর সেই ঘটনার পুনরাবৃত্তি চান না দলের কেউই।