‘ফেভারিটের তকমা’ উড়িয়ে কড়া বার্তা সূর্যের, পাল্টা জবাব পাক অধিনায়কের

এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025) পর্দা উঠতে আর মাত্র কিছু ঘন্টার অপেক্ষা। মঙ্গলবার আফগানিস্তান বনাম হংকং (Afghanistan vs Hong Kong) ম্যাচ দিয়ে শুরু হবে…

India & Pakistan captains speak aggressive cricket at Asia Cup 2025 captain meet

এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025) পর্দা উঠতে আর মাত্র কিছু ঘন্টার অপেক্ষা। মঙ্গলবার আফগানিস্তান বনাম হংকং (Afghanistan vs Hong Kong) ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। তার আগে একই মঞ্চে একত্রিত হলেন অংশগ্রহণকারী আট দেশের অধিনায়করা। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে ছড়াল উত্তেজনার সুর, বিশেষ করে ভারত-পাকিস্তান (India & Pakistan) ম্যাচ ঘিরে।

চার বছরের চুক্তিতে লাল-হলুদ শিবিরে নাম লেখালেন গোয়ার ফুটবলার জয়

   

ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তানের অধিনায়ক সলমন আঘা জানিয়ে দিলেন, ম্যাচ শুধুই খেলার নয়, সম্মানের লড়াই। মঞ্চে আলাদা করে নজর কেড়েছেন এই দুই অধিনায়ক। তাঁদের মাঝখানে বসানো হয়েছিল আফগানিস্তানের অধিনায়ক রশিদ খানকে। তবে সংবাদমাধ্যমের বেশিরভাগ প্রশ্নই ঘুরেছে সূর্য-আঘার দিকেই।

যদিও দুই অধিনায়ককে করমর্দন করতে দেখা যায়নি, তবু একে অপরকে সম্মান জানাতে ভোলেননি কেউ। সূর্যকুমার সৌজন্য দেখিয়ে করমর্দন করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) চেয়ারম্যান ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) প্রধান মহসিন নকভির সঙ্গে। রাজনৈতিক প্রেক্ষাপটে এই সাক্ষাৎ আলাদা তাৎপর্য বহন করে।

বৃষ্টিতে ভেস্তে যাবে ভারত বনাম UAE ম্যাচ! রইল আবহাওয়া আপডেট

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে আগ্রাসী মেজাজে মাঠে নামবে ভারত, জানিয়ে দিয়েছেন সূর্যকুমার। তিনি বলেন, “মাঠে আগ্রাসন তো থাকবেই। আগ্রাসন ছাড়া খেলা যায় না। প্রত্যেকে জানে, কী ভাবে নিজের সেরাটা বের করে আনতে হয়।” জবাবে আঘাও বলেন, “মাঠে কেউ আগ্রাসী হতেই পারে। বিশেষ করে পেসাররা সব সময় আগ্রাসী মনোভাব নিয়েই খেলে। আমি কাউকে বাধা দেব না। প্রত্যেকে নিজের খেলা খেলুক।”

ভারতীয় দলকে টুর্নামেন্টের ফেভারিট বলা হলেও, তা মানতে নারাজ সূর্য। সেই প্রসঙ্গে ভারত অধিনায়ক বলেন, “আমরা ফেভারিট! কে বলেছে আপনাকে? আমি তো এমন কিছু শুনিনি। আমাদের প্রস্তুতি খুব ভাল হয়েছে। ইতিবাচক মানসিকতা নিয়ে নামছি।” উল্লেখ্য, ভারত দীর্ঘদিন পর প্রথমবার টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলতে চলেছে দল হিসেবে, যদিও আইপিএলের কারণে খেলোয়াড়রা ফর্মে আছেন।

Advertisements

ইস্টবেঙ্গল অধ্যায়ের ইতি, এই দলের হয়ে খেলবেন গ্রিক তারকা

সংযুক্ত আরব আমিরশাহির গরম নিয়ে আলাদা উদ্বেগ নেই সূর্যের। তাঁর কথায়, “সন্ধের পর আবহাওয়া আরামদায়ক থাকে। অনুশীলনেও সমস্যা হয়নি। তাই এটা নিয়ে উদ্বেগের কিছু নেই।” অন্যদিকে, পাকি অধিনায়ক জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের মাঠে তাঁরা বেশি স্বচ্ছন্দ। PSL ও বিভিন্ন সিরিজ খেলায় তারা এখানকার পিচ ও পরিবেশে অভ্যস্ত। সেই সুবিধাকে কাজে লাগাতে চায় পাকিস্তান।

আফগান অধিনায়ক রশিদ খান আশাবাদী, বলেন, “আমরা আগের দু’টি আইসিসি টুর্নামেন্টে ভালো খেলেছি। এ বারও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।” বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেছেন, “চ্যালেঞ্জ কঠিন হলেও আমরা তৈরি। আমাদের সেরা খেলাটাই খেলতে হবে জয়ের জন্য।”

বোলিং কোচের মন্তব্যে সূর্যের চিন্তা বাড়াচ্ছে এই ক্রিকেটার

রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ নিয়েই এখন সবার নজর। দুই দেশের মধ্যে কূটনৈতিক চাপ থাকলেও ক্রিকেট সব সময় তার নিজস্ব উত্তেজনা ও আবেগ বহন করে। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে এই দ্বৈরথ আরও রোমাঞ্চকর হয়ে উঠবে।

India & Pakistan captains speak aggressive cricket at Asia Cup 2025 captain meet